ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

কাশ্মীর সীমান্তে টানা চার রাত গুলি, সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

 

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে টানা চার রাত ধরে গুলির লড়াই চলছে। সীমান্তের বিভিন্ন সেক্টরে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে শুধু ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে। ভারতীয় সেনার দাবি, পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে, যার জবাব দিয়েছে ভারত।

পুঞ্চ ও কুপওয়ারায় সংঘর্ষ

রবিবার ও সোমবার মধ্যরাতেও পুঞ্চ ও কুপওয়ারায় গোলাগুলি হয়েছে। এবার প্রথমবার পুঞ্চে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ভারতীয় সেনা জানিয়েছে, পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনা প্রথমে গুলি চালায়। কুপওয়ারাতেও একইভাবে গুলি চলে। তবে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

উরি সীমান্তে উত্তেজনা

ডয়চে ভেলে বাংলার প্রতিনিধি স্যমন্তক ঘোষ উরিতে গিয়ে জানান, শ্রীনগর থেকে ১০৭ কিলোমিটার দূরে অবস্থিত উরির তিনদিকে পাকিস্তানের সীমান্ত। সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষ থাকলেও এখন সেখানে বেসামরিক লোকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

সেখানকার আমন ব্রিজ, যা দিয়ে ভারত-পাকিস্তান চলাচল হতো, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। উরির নদীর ওপর কাঁটাতারের বেড়া তুলে নেওয়া হয়েছে। সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, দিনে গোলাগুলি না হলেও, রাত বারোটার পর থেকে গুলি চলে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।

আশঙ্কায় সীমান্তবাসী

সীমান্তঘেঁষা গ্রামের মানুষ বলছেন, ২০১৬ সালে ভয়াবহ গোলাগুলির সময় অনেককে উরি শহরে সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের আশঙ্কা, আবারও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

স্থানীয় বাসিন্দা মহম্মদ ইশফাক জানান, “অনেকদিন ধরে বাংকার তৈরির দাবি জানালেও এখনও যথেষ্ট বাংকার হয়নি। রাতের বেলা গুলি শুরু হলে বাংকারে যাওয়া সম্ভব হয় না।”

উরি শহরের বাসিন্দারাও বাংকার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, কামানের আক্রমণ হলে উরি শহরও নিরাপদ থাকবে না।

উরির বাসিন্দা ওয়াসিম চৌধুরী বলেন, “এই গোলাগুলি বন্ধ হোক। আলোচনা করে একটা সমাধানে পৌঁছানো দরকার। সীমান্তবাসীরা এভাবে সবসময় আতঙ্কে থাকেন।”

উরির পুলিশ জানিয়েছে, জরুরি পরিস্থিতির জন্য বাহিনী প্রস্তুত রয়েছে। প্রয়োজনে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কাশ্মীর সীমান্তে টানা চার রাত গুলি, সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক

আপডেট সময় ১২:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

 

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে টানা চার রাত ধরে গুলির লড়াই চলছে। সীমান্তের বিভিন্ন সেক্টরে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে শুধু ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে। ভারতীয় সেনার দাবি, পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে, যার জবাব দিয়েছে ভারত।

পুঞ্চ ও কুপওয়ারায় সংঘর্ষ

রবিবার ও সোমবার মধ্যরাতেও পুঞ্চ ও কুপওয়ারায় গোলাগুলি হয়েছে। এবার প্রথমবার পুঞ্চে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ভারতীয় সেনা জানিয়েছে, পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনা প্রথমে গুলি চালায়। কুপওয়ারাতেও একইভাবে গুলি চলে। তবে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।

উরি সীমান্তে উত্তেজনা

ডয়চে ভেলে বাংলার প্রতিনিধি স্যমন্তক ঘোষ উরিতে গিয়ে জানান, শ্রীনগর থেকে ১০৭ কিলোমিটার দূরে অবস্থিত উরির তিনদিকে পাকিস্তানের সীমান্ত। সীমান্তবর্তী গ্রামগুলোতে সাধারণ মানুষ থাকলেও এখন সেখানে বেসামরিক লোকদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

সেখানকার আমন ব্রিজ, যা দিয়ে ভারত-পাকিস্তান চলাচল হতো, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। উরির নদীর ওপর কাঁটাতারের বেড়া তুলে নেওয়া হয়েছে। সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, দিনে গোলাগুলি না হলেও, রাত বারোটার পর থেকে গুলি চলে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।

আশঙ্কায় সীমান্তবাসী

সীমান্তঘেঁষা গ্রামের মানুষ বলছেন, ২০১৬ সালে ভয়াবহ গোলাগুলির সময় অনেককে উরি শহরে সরিয়ে নেওয়া হয়েছিল। তাদের আশঙ্কা, আবারও একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

স্থানীয় বাসিন্দা মহম্মদ ইশফাক জানান, “অনেকদিন ধরে বাংকার তৈরির দাবি জানালেও এখনও যথেষ্ট বাংকার হয়নি। রাতের বেলা গুলি শুরু হলে বাংকারে যাওয়া সম্ভব হয় না।”

উরি শহরের বাসিন্দারাও বাংকার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, কামানের আক্রমণ হলে উরি শহরও নিরাপদ থাকবে না।

উরির বাসিন্দা ওয়াসিম চৌধুরী বলেন, “এই গোলাগুলি বন্ধ হোক। আলোচনা করে একটা সমাধানে পৌঁছানো দরকার। সীমান্তবাসীরা এভাবে সবসময় আতঙ্কে থাকেন।”

উরির পুলিশ জানিয়েছে, জরুরি পরিস্থিতির জন্য বাহিনী প্রস্তুত রয়েছে। প্রয়োজনে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।