ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ ককেশাসে বিদেশি বাহিনী অগ্রহণযোগ্য: ইরান অনুসন্ধান প্রতিবেদন দাখিলে গাফিলতি, দুদকের উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত সন্ত্রাসবাদ ও আইন লঙ্ঘনের অভিযোগে শিক্ষার্থীদের ভিসা বাতিল ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা ১০ দিনের মধ্যেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার অগ্রগতি: জেলেনস্কি রাজবাড়ীতে হাসপাতালে স্বামীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল তৃপ্তি দিমরির খোলামেলা স্বীকারোক্তি: অভিনেত্রী হওয়ার জন্য মরতেও প্রস্তুত ছিলেন ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বিশ্রামে ভিনিসিয়ুস বিশ্ব আলোকচিত্র দিবস আজ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সংবিধান প্রণয়নে কমিটি গঠন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মৃত্যু মিছিল থামছে না। সর্বশেষ রবিবার সারাদিন ধরে চালানো হামলায় আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এতে করে চলমান অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রোববার গাজার বিভিন্ন অঞ্চলে নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলেও অভিযান চালায় তারা, যেখানে আরও দুজন নিহত হয়েছেন।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের আরেকটি অস্থির দেশ ইয়েমেনেও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানার একটি জনবহুল বাজারে মার্কিন বাহিনীর চালানো বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। হুতি বিদ্রোহীদের এক বিবৃতিতে বলা হয়, এই হামলায় আশপাশের ভবন ও ব্যক্তিগত দোকানপাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনাকে ‘দুঃখজনক ভুল’ আখ্যা দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। গত ২৩ মার্চ গাজার কেন্দ্রস্থলে এক ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে থাকা ১৪ জন স্বাস্থ্যকর্মী এবং জাতিসংঘের একজন কর্মী প্রাণ হারান।

তদন্ত শেষে আইডিএফ জানায়, “অপারেশনাল ভুল বোঝাবুঝি” এবং “নির্দেশ অমান্য” করার ফলে এই প্রাণহানি ঘটে। এই ঘটনায় সংশ্লিষ্ট এক উপ-কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি ব্রিফিংয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রদান করেছিলেন।

নিরীহ সাধারণ মানুষের মৃত্যু ও বেসামরিক অবকাঠামোর ধ্বংসযজ্ঞ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তবে যুদ্ধবিরতির কোনো লক্ষণ এখনো স্পষ্ট নয়। গাজা, লেবানন ও ইয়েমেনে টানা আঘাত হানার ফলে পুরো অঞ্চলে সহিংসতা আরও বিস্তার লাভ করছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৩ জন নিহত

আপডেট সময় ১১:৩৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

 

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মৃত্যু মিছিল থামছে না। সর্বশেষ রবিবার সারাদিন ধরে চালানো হামলায় আরও ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এতে করে চলমান অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রোববার গাজার বিভিন্ন অঞ্চলে নির্বিচারে বিমান ও স্থল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে লেবাননের দক্ষিণাঞ্চলেও অভিযান চালায় তারা, যেখানে আরও দুজন নিহত হয়েছেন।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের আরেকটি অস্থির দেশ ইয়েমেনেও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী সানার একটি জনবহুল বাজারে মার্কিন বাহিনীর চালানো বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। হুতি বিদ্রোহীদের এক বিবৃতিতে বলা হয়, এই হামলায় আশপাশের ভবন ও ব্যক্তিগত দোকানপাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে স্বাস্থ্যকর্মী হত্যার ঘটনাকে ‘দুঃখজনক ভুল’ আখ্যা দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। গত ২৩ মার্চ গাজার কেন্দ্রস্থলে এক ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্সে থাকা ১৪ জন স্বাস্থ্যকর্মী এবং জাতিসংঘের একজন কর্মী প্রাণ হারান।

তদন্ত শেষে আইডিএফ জানায়, “অপারেশনাল ভুল বোঝাবুঝি” এবং “নির্দেশ অমান্য” করার ফলে এই প্রাণহানি ঘটে। এই ঘটনায় সংশ্লিষ্ট এক উপ-কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি ব্রিফিংয়ে ‘ভুল ও অসম্পূর্ণ তথ্য’ প্রদান করেছিলেন।

নিরীহ সাধারণ মানুষের মৃত্যু ও বেসামরিক অবকাঠামোর ধ্বংসযজ্ঞ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে। মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তবে যুদ্ধবিরতির কোনো লক্ষণ এখনো স্পষ্ট নয়। গাজা, লেবানন ও ইয়েমেনে টানা আঘাত হানার ফলে পুরো অঞ্চলে সহিংসতা আরও বিস্তার লাভ করছে।