শিরোনাম :
ইলনের প্রশংসা করলেন পুতিন, তুলনা করলেন সোভিয়েত মহাকাশ কিংবদন্তির সঙ্গে

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৫১৪ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইলন মাস্কের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে সোভিয়েত মহাকাশ কর্মসূচির স্থপতি সের্গেই কোরোলেভ-এর সঙ্গে তুলনা করেছেন।
পুতিন বলেন, “আমেরিকায় একজন মানুষ আছে, যিনি মঙ্গল গ্রহ নিয়ে একেবারে মোহিত। এমন মানুষ খুব কমই জন্মায়। এদের ভাবনাগুলো প্রথমে পাগলামি মনে হয়, কিন্তু সেগুলিই পরবর্তীতে বাস্তব হয়ে ওঠে।”
এই মন্তব্যে পুতিন মাস্কের মহাকাশ ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানকে সরাসরি ঐতিহাসিক মহাকাশ অভিযানের সঙ্গে সংযুক্ত করলেন।
—
ঘটনা হলো, এখন ইলন মাস্ক’কে ট্রাম্প পন্থী জনগণ রাশিয়ার দালাল বলবেনাতো?