ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান গুম তদন্ত কমিশনের সঙ্গে ইউভিইডির বৈঠক, নিখোঁজ ২০০ জনের তালিকা হস্তান্তর আধুনিকতার চাপে মাদ্রাসা শিক্ষা ধ্বংস হতে দেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা ডেঙ্গু ব্যবস্থাপনায় স্বাস্থ্য অধিদফতরকে চিকিৎসা সরঞ্জাম দিলো ডব্লিউএইচও এসএসসির ফল প্রকাশিত হচ্ছে দুই মাসেরও কম সময়ের মধ্যে: শিক্ষা উপদেষ্টা বাংলাদেশে রোবটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসার নতুন যুগের সূচনা, সেবা কাল থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত ২০ ফিলিস্তিনি বাংলাদেশের অবকাঠামো সুযোগ-সুবিধা কাজে কাজে লাগান: ভুটানি রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টার গুয়াতেমালায় ভূমিকম্প ও ভূমিধসে ২জনের প্রাণহানি, ৫ জন আটকা সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন

পেটের মেদ কমাতে গিয়ে প্রাণ হারালেন আন্তর্জাতিক আম্পায়ার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি আর নেই। পেটের মেদ কমাতে গিয়ে অস্ত্রোপচারের পর জটিলতায় ৪১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই আফগান আম্পায়ার। পাকিস্তানে চিকিৎসা নিতে গিয়ে অস্ত্রোপচারের পর সংক্রমণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকেট দুনিয়ায় সুপরিচিত এই আম্পায়ার ২৫টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারদের তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন।

খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকা সত্ত্বেও শিনওয়ারি দীর্ঘদিন ধরে ওজনজনিত সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা কাটাতে তিনি যান পাকিস্তানে একটি অস্ত্রোপচারের জন্য। কিন্তু অপারেশনের পরই তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।

বিসমিল্লা শিনওয়ারির মৃত্যুর খবরে ক্রিকেট অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন, “শিনওয়ারি ছিলেন একজন দক্ষ ও পেশাদার আম্পায়ার। তিনি খেলোয়াড়, কর্মকর্তা ও সহকর্মীদের কাছে ছিলেন শ্রদ্ধেয়। আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদান আরও অনেক দূর পর্যন্ত যাওয়ার কথা ছিল। তার এই অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক।”

আফগানিস্তান ক্রিকেট বোর্ডও গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় এসিবি জানায়, “বিসমিল্লা জান শিনওয়ারি আফগান ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ আম্পায়ার ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার অবদান আমাদের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

২০১৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে পথচলা শুরু করেছিলেন শিনওয়ারি। দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে ধীরে ধীরে জায়গা করে নেন আইসিসির অভিজাত প্যানেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একদিনের বিশ্বকাপের বাছাইপর্বে লিগ ২ এর ম্যাচ পরিচালনা করেন।

বিসমিল্লা শিনওয়ারির অকাল প্রয়াণে আফগান ক্রিকেট ও আন্তর্জাতিক আম্পায়ারিং জগত হারাল এক অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিশীল মুখ।

 

নিউজটি শেয়ার করুন

পেটের মেদ কমাতে গিয়ে প্রাণ হারালেন আন্তর্জাতিক আম্পায়ার

আপডেট সময় ০১:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লা জান শিনওয়ারি আর নেই। পেটের মেদ কমাতে গিয়ে অস্ত্রোপচারের পর জটিলতায় ৪১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই আফগান আম্পায়ার। পাকিস্তানে চিকিৎসা নিতে গিয়ে অস্ত্রোপচারের পর সংক্রমণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকেট দুনিয়ায় সুপরিচিত এই আম্পায়ার ২৫টি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিসির আন্তর্জাতিক আম্পায়ারদের তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন।

খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকা সত্ত্বেও শিনওয়ারি দীর্ঘদিন ধরে ওজনজনিত সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা কাটাতে তিনি যান পাকিস্তানে একটি অস্ত্রোপচারের জন্য। কিন্তু অপারেশনের পরই তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়।

বিসমিল্লা শিনওয়ারির মৃত্যুর খবরে ক্রিকেট অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন, “শিনওয়ারি ছিলেন একজন দক্ষ ও পেশাদার আম্পায়ার। তিনি খেলোয়াড়, কর্মকর্তা ও সহকর্মীদের কাছে ছিলেন শ্রদ্ধেয়। আন্তর্জাতিক ক্রিকেটে তার অবদান আরও অনেক দূর পর্যন্ত যাওয়ার কথা ছিল। তার এই অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক।”

আফগানিস্তান ক্রিকেট বোর্ডও গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় এসিবি জানায়, “বিসমিল্লা জান শিনওয়ারি আফগান ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ আম্পায়ার ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার অবদান আমাদের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

২০১৭ সালে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে পথচলা শুরু করেছিলেন শিনওয়ারি। দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে ধীরে ধীরে জায়গা করে নেন আইসিসির অভিজাত প্যানেলে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও তিনি মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একদিনের বিশ্বকাপের বাছাইপর্বে লিগ ২ এর ম্যাচ পরিচালনা করেন।

বিসমিল্লা শিনওয়ারির অকাল প্রয়াণে আফগান ক্রিকেট ও আন্তর্জাতিক আম্পায়ারিং জগত হারাল এক অভিজ্ঞ এবং প্রতিশ্রুতিশীল মুখ।