ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব না: প্রধান উপদেষ্টা শ্রম আদালতে ঝুলছে ২২ হাজার মামলা ভারত-পাকিস্তান উত্তেজনায় সংঘর্ষ এড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ধানের দরপতনে বিপাকে আশুগঞ্জ মোকাম, অস্তিত্ব সংকটে মিল মালিকরা মধ্যরাতে রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপ ৩১ জুলাই অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে আটক ৭ বাংলাদেশির মুক্তি চেয়ে জরুরি নোটিশ মহান মে দিবস উপলক্ষে রাজধানীজুড়ে শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি পেট্রোবাংলা নির্ধারিত সময়ের দুই মাস আগেই দেনা পরিশোধ করেছে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে চায় জাপান

জেরুজালেমের উপকণ্ঠে ভয়াবহ দাবানল, আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরাইল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

 

ইসরাইলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং জেরুজালেম-তেল আবিব সংযোগকারী ১ নম্বর প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বন এলাকায় দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দফায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ১ নম্বর মহাসড়কে আগুন জ্বলছে, ধোঁয়ার কুণ্ডলী উঠছে আশপাশের পাহাড় থেকে। অনেকেই নিজেদের গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন।

জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, “আমরা একটি ভয়াবহ দাবানলের মধ্যে আছি। সম্ভবত এটি ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হতে পারে।”

দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে দেশটির উদ্ধারকারী বাহিনী। ইতোমধ্যে বিভিন্ন দেশের সহায়তা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস মিলেছে। এগুলো দ্রুত ইসরাইলে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি গ্রীস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সাহায্যের আবেদন জানানো হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য মতে, ১২০টি অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল বর্তমানে আগুন নেভানোর কাজ করছে। সামরিক বাহিনীও তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিট দিয়ে সহায়তা দিচ্ছে।

ইসরাইলি পুলিশ জানায়, তিনটি জনপদের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে ১৩ জন এ ঘটনায় আহত হয়েছে।

এদিকে টাইমস অব ইসরাইল এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে। তারা অগ্নিনির্বাপক দল পাঠাতে প্রস্তুত রয়েছে। তবে এখনো ইসরাইল সে প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

জেরুজালেমের উপকণ্ঠে ভয়াবহ দাবানল, আন্তর্জাতিক সহায়তা চাইল ইসরাইল

আপডেট সময় ১১:৫২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

 

ইসরাইলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং জেরুজালেম-তেল আবিব সংযোগকারী ১ নম্বর প্রধান মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বন এলাকায় দাবানলের সূত্রপাত হয়। এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দফায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ১ নম্বর মহাসড়কে আগুন জ্বলছে, ধোঁয়ার কুণ্ডলী উঠছে আশপাশের পাহাড় থেকে। অনেকেই নিজেদের গাড়ি ফেলে প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন।

জেরুজালেমের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, “আমরা একটি ভয়াবহ দাবানলের মধ্যে আছি। সম্ভবত এটি ইসরাইলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা দীর্ঘস্থায়ী হতে পারে।”

দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে দেশটির উদ্ধারকারী বাহিনী। ইতোমধ্যে বিভিন্ন দেশের সহায়তা চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইতালি ও ক্রোয়েশিয়া থেকে তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস মিলেছে। এগুলো দ্রুত ইসরাইলে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি গ্রীস, সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সাহায্যের আবেদন জানানো হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য মতে, ১২০টি অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল বর্তমানে আগুন নেভানোর কাজ করছে। সামরিক বাহিনীও তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিট দিয়ে সহায়তা দিচ্ছে।

ইসরাইলি পুলিশ জানায়, তিনটি জনপদের মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে ১৩ জন এ ঘটনায় আহত হয়েছে।

এদিকে টাইমস অব ইসরাইল এক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিয়েছে। তারা অগ্নিনির্বাপক দল পাঠাতে প্রস্তুত রয়েছে। তবে এখনো ইসরাইল সে প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি।