পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪
পেরুর উত্তরাঞ্চলের তৃতীয় বৃহত্তম শহর ত্রুজিয়োতে রিয়াল প্লাজা শপিং কমপ্লেক্সের ফুড কোর্টে ছাদ ধসে অন্তত তিনজন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৪১ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার ডিপার্টমেন্টের কমান্ডার গেলকি গোমেজ নিশ্চিত করেন যে, এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ জন আহত হওয়ার তথ্য দিলেও পরে তা বেড়ে ৭৪-এ পৌঁছায়, জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মোরিলো। তিনি জানান, আহতদের মধ্যে ১০টি শিশু রয়েছে এবং ১১ জনের অবস্থা গুরুতর।
ছাদ ধসের সময় ফুড কোর্টে বেশ কিছু পরিবার উপস্থিত ছিল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে শতাধিক উদ্ধারকর্মী ও পুলিশ সদস্য কাজ করছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান হোসে সান্তিভানেজ জানিয়েছেন, ধসে পড়া ছাদের আকার ছিল প্রায় ৭০০ থেকে ৮০০ বর্গমিটার। উদ্ধারকাজে সহায়তার জন্য হাইড্রোলিক ক্রেন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে, যাতে ভারী অংশগুলো সরিয়ে আটকে থাকা মানুষদের উদ্ধার করা সম্ভব হয়।
এদিকে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।