ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালের কাঠমান্ডুতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিশাল মিছিল, রাজনীতির প্রতি হতাশ জনতা শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েও আশা ছাড়ছে না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার নিষ্পত্তির দাবি, ন্যায়বিচারের দাবিতে তীব্র প্রতিবাদ কারা অধিদপ্তরে শৃঙ্খলা ভঙ্গের কঠোর শাস্তি: চাকরিচ্যুত ১২, বরখাস্ত ৮৪ কর্মকর্তা পাচার হওয়া টাকা ফেরাতে নতুন আইন আসছে শিগগিরই: প্রেস সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১.৪০ বিলিয়ন ডলার- রেমিট্যান্স প্রবাহ অব্যাহত, অর্থনীতিতে স্বস্তি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: ফায়ার সার্ভিসের তড়িৎ অভিযানে নিয়ন্ত্রণ রাঙামাটিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ: ৫ দফা দাবিতে উত্তাল প্রতিবাদ সমাবেশ ডিসেম্বরে জাতীয় নির্বাচন: প্রস্তুতিতে ব্যস্ত, নির্বাচনী সূচি অটল রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন মার্কিন বাণিজ্য যুদ্ধে জয়ের অঙ্গীকার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির

আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করবে ছাত্রদল: নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী সোমবার (১০ মার্চ) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হবে।

রবিবার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই মানববন্ধনের মাধ্যমে ছাত্রদল সরকারের কাছে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের বিচার দাবি জানাবে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে প্রতিবাদ করবে।

বার্তায় বলা হয়, “নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং বিচারহীনতা চলছে, যা সমাজের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি আয়োজন করছে।”

কর্মসূচির লক্ষ্য সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ বিষয়ে সঠিক বিচার ব্যবস্থা গড়ে তোলা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রবিবার এ কর্মসূচি ঘোষণা করেছেন এবং দলের সকল নেতাকর্মীকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এছাড়া, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি সফল করার জন্য দলের সকল নেতাকর্মীকে অংশগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এ উদ্যোগকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা সমর্থন জানাতে পারে, যা সমাজের নারী-পুরুষ নির্বিশেষে সমতা ও ন্যায়বিচারের প্রতি এক শক্তিশালী বার্তা পাঠাবে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করবে ছাত্রদল: নারীদের বিরুদ্ধে সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদ

আপডেট সময় ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী সোমবার (১০ মার্চ) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হবে।

রবিবার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই মানববন্ধনের মাধ্যমে ছাত্রদল সরকারের কাছে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের বিচার দাবি জানাবে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে প্রতিবাদ করবে।

বার্তায় বলা হয়, “নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং বিচারহীনতা চলছে, যা সমাজের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি আয়োজন করছে।”

কর্মসূচির লক্ষ্য সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ বিষয়ে সঠিক বিচার ব্যবস্থা গড়ে তোলা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রবিবার এ কর্মসূচি ঘোষণা করেছেন এবং দলের সকল নেতাকর্মীকে এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এছাড়া, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ছাত্রদল নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ কর্মসূচি সফল করার জন্য দলের সকল নেতাকর্মীকে অংশগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এ উদ্যোগকে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা সমর্থন জানাতে পারে, যা সমাজের নারী-পুরুষ নির্বিশেষে সমতা ও ন্যায়বিচারের প্রতি এক শক্তিশালী বার্তা পাঠাবে।