বিপিএলে রংপুর রাইডার্সের নেতৃত্বে পরিবর্তন, লিটন দাস নতুন অধিনায়ক
- আপডেট সময় ০৩:০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 42
রংপুর রাইডার্স দীর্ঘ সময় ধরে বিপিএলে প্লে-অফ নিশ্চিত করতে পারছে না, যদিও স্কোয়াডে শক্তিশালী খেলোয়াড় রয়েছে। লিগপর্বের বাকি দুই ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেলে তারা প্লে-অফ নিশ্চিত করতে পারবে। সেই পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়কত্বে পরিবর্তন এনেছে। দীর্ঘদিন দলের নেতৃত্বে থাকা নুরুল হাসান সোহানের স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় দলের ব্যাটসম্যান লিটন দাস।
লিটন দাস এবার বিপিএলে প্রথমবার রংপুর রাইডার্সের দায়িত্ব নিলেন। যদিও অন্য ফ্র্যাঞ্চাইজিতে তার অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে, এবার নিজের দলের জন্য নতুন করে দায়িত্ব গ্রহণ করছেন। চলতি বিপিএলে লিটন দেশের ক্রিকেটারদের মধ্যে রংপুরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। ৮ ম্যাচে তার রান ১৬২, গড় ২০.২৫ এবং স্ট্রাইক রেট ১৩৫।
অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে নুরুল হাসান সোহান জানিয়েছেন, ব্যাটিংতে মনোযোগ দিতে চাইলে নেতৃত্বভার হস্তান্তরই তার জন্য সঠিক সিদ্ধান্ত। তিনি বলেন, “এটি নেওয়া আমার দায়িত্ব, এবং আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের চিন্তা নয়, ফ্র্যাঞ্চাইজির হয়ে সম্পূর্ণ দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ।”
অধিনায়কত্ব নেওয়ার পর লিটন দাস জানান, দলের সামনে এখনও অনেক সুযোগ রয়েছে। তিনি বলেন, “একটি ম্যাচ জিতলেই আমরা সুপার ফোরে পৌঁছতে পারি। প্রতিটি ম্যাচের সঙ্গে ধাপে ধাপে ফাইনাল পর্যন্ত যাওয়ার পথ তৈরি হবে। চ্যালেঞ্জিং মনে হচ্ছে না, আমরা ভালো ক্রিকেট খেললেই সুযোগ আসব।”
সোহান নিজ থেকেই নেতৃত্ব হ্যান্ডওভার করেছেন বলেও উল্লেখ করেন লিটন, “সে আমাকে স্বেচ্ছায় দায়িত্ব হস্তান্তর করেছে।”






















