শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০২:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 59
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া এই বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও কয়েকজন শীর্ষ নেতা অংশ নিতে পারেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর ও দলীয় সূত্রে জানা গেছে।






















