ফেব্রুয়ারির শুরুতে সরকারি কর্মচারীদের জন্য দুই দফা টানা তিন দিনের ছুটি
- আপডেট সময় ০১:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 174
আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির সুখবর রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহের ব্যবধানে দুইবার তিন দিন করে ধারাবাহিক ছুটি পাচ্ছেন তারা। শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবারে পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেই এই সুযোগ তৈরি হয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালনের সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ওই তারিখে শবে বরাত অনুষ্ঠিত হলে, পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে।
এই ছুটির পরের দুই দিন—শুক্র ও শনিবার—সাপ্তাহিক ছুটি হওয়ায় মাসের শুরুতেই সরকারি কর্মচারীরা টানা তিন দিনের বিরতি পাবেন।
এদিকে, শবে বরাতের ছুটির ঠিক এক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নির্ধারিত রয়েছে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ উপলক্ষে সেদিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে। ফলে তার পরের দুই দিন শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে সেবারও টানা তিন দিনের ছুটির সুযোগ সৃষ্টি হবে।





















