১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদন চলবে আরও ২ দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 137

ছবি: সংগৃহীত

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন চলছে। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা এবং ক্লাস শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর।

আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে—২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। পাশাপাশি ২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান পরীক্ষায়ও (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল, বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। একইভাবে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস, টেক্সটাইল) কোর্সে ন্যূনতম সিজিপিএ ২.৫ (স্কেল ৫.০) এবং এসএসসিতে নির্ধারিত জিপিএ থাকলে আবেদন করা যাবে। উচ্চমাধ্যমিকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে, আবেদন সেই বিষয় সংশ্লিষ্ট কোর্সেই করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ২০০ নম্বরের গ্রেড পয়েন্ট থাকতে হবে ২.৫। বিশেষ ক্যাটাগরি ও বিদেশি সার্টিফিকেটধারীরাও শর্ত পূরণ করলে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

দ্বৈত ভর্তি প্রসঙ্গে জানানো হয়েছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ বা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স, অনার্স প্রফেশনাল কিংবা পাস কোর্সে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড নিয়েছেন, তারা নতুন করে আবেদন করতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করলে আবার আবেদন করার সুযোগ থাকবে। একই সঙ্গে যদি কোনো শিক্ষার্থীর দ্বৈত ভর্তি ধরা পড়ে, তবে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদনকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে প্রফেশনাল ট্যাবের “Apply Now” অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষকে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ওয়েবসাইটের কলেজ লগইন ব্যবহার করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদন চলবে আরও ২ দিন

আপডেট সময় ০১:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন চলছে। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা এবং ক্লাস শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর।

আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা হিসেবে বলা হয়েছে—২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। পাশাপাশি ২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান পরীক্ষায়ও (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে। এ ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল, বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। একইভাবে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস, টেক্সটাইল) কোর্সে ন্যূনতম সিজিপিএ ২.৫ (স্কেল ৫.০) এবং এসএসসিতে নির্ধারিত জিপিএ থাকলে আবেদন করা যাবে। উচ্চমাধ্যমিকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে, আবেদন সেই বিষয় সংশ্লিষ্ট কোর্সেই করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ২০০ নম্বরের গ্রেড পয়েন্ট থাকতে হবে ২.৫। বিশেষ ক্যাটাগরি ও বিদেশি সার্টিফিকেটধারীরাও শর্ত পূরণ করলে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

দ্বৈত ভর্তি প্রসঙ্গে জানানো হয়েছে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২৩ বা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স, অনার্স প্রফেশনাল কিংবা পাস কোর্সে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড নিয়েছেন, তারা নতুন করে আবেদন করতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করলে আবার আবেদন করার সুযোগ থাকবে। একই সঙ্গে যদি কোনো শিক্ষার্থীর দ্বৈত ভর্তি ধরা পড়ে, তবে উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদনকারীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে প্রফেশনাল ট্যাবের “Apply Now” অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষকে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য ওয়েবসাইটের কলেজ লগইন ব্যবহার করতে বলা হয়েছে।