সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

- আপডেট সময় ০৮:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 0
রাজধানীর সাভারে অভিযান চালিয়ে মো. টুটুল (৩৪) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা।
গ্রেপ্তার হওয়া টুটুলের বাড়ি রাজধানীর কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক গ্রামে। তিনি মৃত লিয়াকত আলীর ছেলে।
ওসি জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান যে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ এলাকায় প্রবেশ করতে পারে। এরপরই আমিনবাজার সালেহপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশায় থাকা টুটুলকে তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে একই চক্রের দুইজন মো. আল আমিন (৩৮) এবং মো. জুয়েল মিয়া (৪৫) পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে আমিনবাজার ও কাউন্দিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি জুয়েল মিঞা।