ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার কিশোরগঞ্জে সবাইকে অচেতন করে ‘দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিই ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারবে না: গভর্নর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 12

ছবি সংগৃহীত

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। তিনি জানান, পাঁচ মাসের মতো সময় হাতে আছে ধরে নিয়েই এই প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিভিন্ন রাজনৈতিক দলের দাবি—নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই—এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, সেটা তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তাদের সেই প্রশ্নের উত্তর দেব না। আমাদের কাজ আমাদের মতো করে চলছে, এবং সেই প্রস্তুতি আমরা নিচ্ছি।”

তিনি আরো বলেন, “নির্বাচন উপলক্ষে এখনো পাঁচ-ছয় মাস সময় আছে। তাই আমরা আগেই থেকেই সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকেই দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে যারা নির্বাচন করবে, তাদেরই সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার। আমাদের দিক থেকে কোনো ঘাটতি থাকবে না।”

‘মব’ ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “মবের তৎপরতা কিছুটা কমে এসেছিল। তবে সম্প্রতি কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শিল্প পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, গত জুলাই-আগস্টে যে সমস্যাগুলো দেখা গিয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। তবে শিল্পকারখানার সংখ্যা বাড়ায় শিল্প পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “ইন্ডাস্ট্রির সংখ্যা দিন দিন বাড়ছে। তাই শিল্প পুলিশের জনবল ও সরঞ্জামও পর্যায়ক্রমে বাড়ানো দরকার।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করবে।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১০:৩২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। তিনি জানান, পাঁচ মাসের মতো সময় হাতে আছে ধরে নিয়েই এই প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

বিভিন্ন রাজনৈতিক দলের দাবি—নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই—এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, সেটা তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তাদের সেই প্রশ্নের উত্তর দেব না। আমাদের কাজ আমাদের মতো করে চলছে, এবং সেই প্রস্তুতি আমরা নিচ্ছি।”

তিনি আরো বলেন, “নির্বাচন উপলক্ষে এখনো পাঁচ-ছয় মাস সময় আছে। তাই আমরা আগেই থেকেই সবদিক থেকে প্রস্তুতি নিচ্ছি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকেই দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে যারা নির্বাচন করবে, তাদেরই সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার। আমাদের দিক থেকে কোনো ঘাটতি থাকবে না।”

‘মব’ ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “মবের তৎপরতা কিছুটা কমে এসেছিল। তবে সম্প্রতি কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে কিছু ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শিল্প পুলিশ প্রসঙ্গে তিনি বলেন, গত জুলাই-আগস্টে যে সমস্যাগুলো দেখা গিয়েছিল, তা এখন অনেকটাই কেটে গেছে। তবে শিল্পকারখানার সংখ্যা বাড়ায় শিল্প পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “ইন্ডাস্ট্রির সংখ্যা দিন দিন বাড়ছে। তাই শিল্প পুলিশের জনবল ও সরঞ্জামও পর্যায়ক্রমে বাড়ানো দরকার।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করবে।