ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাগর-রুনি হত্যা: ১১৮ বারের মতো পেছালো মামলার তদন্ত প্রতিবেদন ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ অপসারণ নয়, নিজ ইচ্ছাতেই সরে যেতে চান পররাষ্ট্রসচিব: জানালেন পররাষ্ট্র উপদেষ্টা সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ জন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন অচল সেন্টমার্টিন দ্বীপে দুর্বিষহ জীবন নতুন নোট আসছে বাজারে, সমাধান মিলছে ছেঁড়া টাকার ঝামেলায় শাসনের পথে র‍্যাবকে নতুন উদ্যমে এগিয়ে চলার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার ইউক্রেনের সুমিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ৬ ইউক্রেনীয় সেনা নিহত

নির্বাচন পেছানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 10

ছবি: সংগৃহীত

 

আগামী জাতীয় নির্বাচনকে পেছাতে সুপরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা শেষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সভাটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের একটি সম্ভাবনা যখন তৈরি হচ্ছে, তখনই একটি অশুভ ছায়া দেশের ওপর ভর করছে। জনগণের ভোটাধিকার হরণ এবং নির্বাচনকে পরিকল্পিতভাবে বিলম্বিত করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “দেশে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজনের পাঁয়তারা চলছে। সরকারের ভেতরে কিছু অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে মুখোমুখি করার অপচেষ্টা চালাচ্ছে।”

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন কেউ বিলীন করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র চলছে—তা প্রতিহত করতে হবে। সমস্ত চক্রান্ত রুখে দাঁড়াতে হবে সংগঠিতভাবে।”

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপি কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ২৫ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত এসব কর্মসূচি চলবে। এর মধ্যে ২৭ ও ২৮ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা।

মূল দিবস ৩০ মে সকালে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। তবে ওই দুই দিন (২৭ ও ২৮ মে) মৃত্যুবার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয়।

বিএনপির নেতারা মনে করছেন, বর্তমান সরকার চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন পেছানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

আপডেট সময় ১০:৩৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

আগামী জাতীয় নির্বাচনকে পেছাতে সুপরিকল্পিত চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভা শেষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সভাটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে গণতন্ত্রের একটি সম্ভাবনা যখন তৈরি হচ্ছে, তখনই একটি অশুভ ছায়া দেশের ওপর ভর করছে। জনগণের ভোটাধিকার হরণ এবং নির্বাচনকে পরিকল্পিতভাবে বিলম্বিত করার চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “দেশে আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। গোত্রে গোত্রে বিভাজনের পাঁয়তারা চলছে। সরকারের ভেতরে কিছু অনুপ্রবেশ ঘটানো হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে মুখোমুখি করার অপচেষ্টা চালাচ্ছে।”

দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যেন কেউ বিলীন করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র চলছে—তা প্রতিহত করতে হবে। সমস্ত চক্রান্ত রুখে দাঁড়াতে হবে সংগঠিতভাবে।”

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপি কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ২৫ মে থেকে শুরু হয়ে ২ জুন পর্যন্ত এসব কর্মসূচি চলবে। এর মধ্যে ২৭ ও ২৮ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা।

মূল দিবস ৩০ মে সকালে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন। তবে ওই দুই দিন (২৭ ও ২৮ মে) মৃত্যুবার্ষিকীর অন্য কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয়।

বিএনপির নেতারা মনে করছেন, বর্তমান সরকার চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায়। তাই দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।