ফেনী নদীর ভাঙনে দিশেহারা জনপদ, ঘরবাড়ি নিমজ্জিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জের ছোট ফেনী নদীর ওপর নির্মিত রেলওয়ে সেতুর শত শত অংশ ভেঙে নদীতে তলিয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি ও নদীর পানির স্রোতে সেতুর একাংশ ভেঙে পড়লে আশপাশের জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রায় ৮৫ মিটার দীর্ঘ এই সেতুটি ২০০৯ সালে নির্মিত হয়। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভেঙে যাওয়া অংশের কারণে নদীর স্রোত আরও তীব্র হয়ে চারণভূমি, ফসলি জমি, এবং বাড়িঘর তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ফেনী নদীর ভাঙনে তীরবর্তী তীরামপুর বাজার, চরআলগী, চরপাবর্তী, বসুরহাটসহ বেশ কিছু এলাকার স্কুল, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান, এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবনের কারণে মানুষজন চরম দুর্ভোগে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানোর কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য স্থানীয় প্রশাসন কাজ করছে। বিপর্যয়ের মুখে পড়া এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, নদীর তীর সংরক্ষণে সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হতো।