ঈদের সিনেমার হাওয়া: প্রশংসায় এগিয়ে ‘জংলি’ ও ‘দাগি’
আসন্ন ঈদে দর্শকদের মন জয় করতে বড় পর্দায় আসছে একাধিক সিনেমা। এরই মধ্যে চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রশংসা কুড়িয়েছে এম রাহিম পরিচালিত ‘জংলি’ এবং শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’। ছবি দুটি ইতিমধ্যে দেখে ফেলেছেন বোর্ডের সদস্যরা। ঈদ উপলক্ষে সিনেমা দুটিকে ছাড়পত্র দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঈদে দুটি ছবিকে ছাড়পত্র প্রদানের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে একটি ছবি ইতোমধ্যেই অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অন্যটিও আগামী এক-দু’দিনের মধ্যেই পাঠানো হবে। বোর্ডের সদস্যদের ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতে খুব দ্রুত ছবিগুলো ছাড়পত্র পাবে।’
বোর্ড সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ছবিগুলোর প্রশংসা করে বলেন, ‘গত সপ্তাহেই আমরা দেখেছি ‘জংলি’, আর গত সোমবার দেখলাম ‘দাগি’। দুটি সিনেমাই দারুণ গল্প, অভিনয় ও নির্মাণের দিক থেকে বিশেষ প্রশংসার দাবি রাখে। আমার বিশ্বাস, দর্শকরা দীর্ঘদিন পর বড় পর্দায় চমৎকার কিছু ছবি উপভোগ করতে পারবেন।’
অন্যদিকে, ঈদের সিনেমার তালিকায় বোর্ডের ছাড়পত্রের দৌড়ে রয়েছে পরিচালক শরাফ আহমেদ জীবনের সিনেমা ‘চক্কর ৩০২’। এছাড়া আজ মঙ্গলবার সেন্সর বোর্ডে জমা পড়ার কথা রয়েছে কামরুজ্জামান রোমানের আলোচিত সিনেমা ‘জ্বিন ৩’-এর। তবে পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সিনেমা ‘বরবাদ’ এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, এবার ঈদে একাধিক ভালো সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকরা হলমুখী হবেন। দীর্ঘদিন পর চলচ্চিত্র শিল্পেও ফিরতে পারে প্রাণচাঞ্চল্য। সিনেমাগুলোর মুক্তির অপেক্ষায় দর্শকদের পাশাপাশি শিল্পীরাও উচ্ছ্বসিত।