০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

শাকিব খানের ‘বরবাদ’: মুক্তির ৭ দিনে রেকর্ড আয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 288

ছবি: সংগৃহীত

 

মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’ মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে। এই সময়ের মধ্যে ছবিটি সারাদেশে কত টাকার টিকেট বিক্রি হয়েছে, সেই তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মুক্তির নবম দিনে, অর্থাৎ মঙ্গলবার (৮ এপ্রিল), রিয়েল এনার্জি প্রডাকশন তাদের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে যে ‘বরবাদ’র মাধ্যমে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে। ২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের ‘প্রিয়তমা’ এক মাসে ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল, আর এবার মাত্র সাতদিনেই ‘বরবাদ’ সেই সাফল্য অর্জন করেছে।

বিজ্ঞাপন

ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে ‘বরবাদ’। রিয়েল এনার্জি প্রডাকশন তাদের পোস্টে লিখেছে, “মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।”

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে ছবিটি দেদারসে ব্যবসা করছে। হল মালিকরা জানিয়েছেন, “আগামী কোরবানির ঈদ পর্যন্ত ‘বরবাদ’ ব্যবসা টানতে পারে।” প্রযোজনা সূত্রে জানা গেছে, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপে মুক্তি পাবে।

এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে ‘বরবাদ’ সবচেয়ে ভালো চলছে এবং হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে রয়েছে, প্রতিদিনই হাউজফুল যাচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

নিউজটি শেয়ার করুন

শাকিব খানের ‘বরবাদ’: মুক্তির ৭ দিনে রেকর্ড আয়

আপডেট সময় ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

 

মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’ মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে। এই সময়ের মধ্যে ছবিটি সারাদেশে কত টাকার টিকেট বিক্রি হয়েছে, সেই তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মুক্তির নবম দিনে, অর্থাৎ মঙ্গলবার (৮ এপ্রিল), রিয়েল এনার্জি প্রডাকশন তাদের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে যে ‘বরবাদ’র মাধ্যমে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে। ২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের ‘প্রিয়তমা’ এক মাসে ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল, আর এবার মাত্র সাতদিনেই ‘বরবাদ’ সেই সাফল্য অর্জন করেছে।

বিজ্ঞাপন

ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে ‘বরবাদ’। রিয়েল এনার্জি প্রডাকশন তাদের পোস্টে লিখেছে, “মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।”

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে ছবিটি দেদারসে ব্যবসা করছে। হল মালিকরা জানিয়েছেন, “আগামী কোরবানির ঈদ পর্যন্ত ‘বরবাদ’ ব্যবসা টানতে পারে।” প্রযোজনা সূত্রে জানা গেছে, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপে মুক্তি পাবে।

এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে ‘বরবাদ’ সবচেয়ে ভালো চলছে এবং হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে রয়েছে, প্রতিদিনই হাউজফুল যাচ্ছে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।