১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 38

ছবি সংগৃহীত

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় — তবে এবার সিনেমা নয়, তার নতুন ফটোশুট ঘিরে। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের মুগ্ধ করলেন তিনি।

এবারের ফটোশুটে জয়াকে দেখা গেছে একেবারে ঘরোয়া সাজে। ফ্লোরাল প্রিন্টের লম্বা হাতার সালোয়ার-কামিজে অফ-হোয়াইট বা হালকা বেইজ রঙের ওপর কমলা ও সবুজ টিউলিপ ফুলের ডিজাইন, যেন এক অনন্য শান্ত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে তার মধ্যে।

বিজ্ঞাপন

ছবিগুলোর ফ্রেমেও রয়েছে সরলতার ছোঁয়া— কখনও জানালার আলোয় আনমনা দৃষ্টি, কখনও সোফায় বসে চুল ঠিক করছেন, আবার কখনও ঘুমন্ত ভঙ্গিমায় স্বপ্নমাখা চোখ। প্রতিটি ভঙ্গিতেই যেন ফুটে উঠেছে স্নিগ্ধতা ও লাবণ্য।

পোস্টের সঙ্গে জয়া আহসান যুক্ত করেছেন একটি গানও। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর মন্তব্যের ঘর ভরে যায় ভক্তদের প্রশংসায়। কেউ বলেন “সকালের স্নিগ্ধ আলো,” কেউ আবার লেখেন, “বয়স থেমে গেছে আপনার কাছে।”

অভিনয়জগতের পাশাপাশি জয়া আহসানের ফ্যাশন সেন্স ও স্টাইল আইকন হিসেবে উপস্থিতি বরাবরই প্রশংসিত। বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও তিনি সমান জনপ্রিয়— পর্দায় অভিনয়ের মতোই নিজের নান্দনিকতা ও রুচিশীলতা দিয়ে বারবার প্রমাণ করেছেন, সৌন্দর্য মানেই আত্মবিশ্বাস ও সরলতার নিখুঁত মিশ্রণ।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

আপডেট সময় ০১:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় — তবে এবার সিনেমা নয়, তার নতুন ফটোশুট ঘিরে। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে ভক্তদের মুগ্ধ করলেন তিনি।

এবারের ফটোশুটে জয়াকে দেখা গেছে একেবারে ঘরোয়া সাজে। ফ্লোরাল প্রিন্টের লম্বা হাতার সালোয়ার-কামিজে অফ-হোয়াইট বা হালকা বেইজ রঙের ওপর কমলা ও সবুজ টিউলিপ ফুলের ডিজাইন, যেন এক অনন্য শান্ত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে তার মধ্যে।

বিজ্ঞাপন

ছবিগুলোর ফ্রেমেও রয়েছে সরলতার ছোঁয়া— কখনও জানালার আলোয় আনমনা দৃষ্টি, কখনও সোফায় বসে চুল ঠিক করছেন, আবার কখনও ঘুমন্ত ভঙ্গিমায় স্বপ্নমাখা চোখ। প্রতিটি ভঙ্গিতেই যেন ফুটে উঠেছে স্নিগ্ধতা ও লাবণ্য।

পোস্টের সঙ্গে জয়া আহসান যুক্ত করেছেন একটি গানও। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, আর মন্তব্যের ঘর ভরে যায় ভক্তদের প্রশংসায়। কেউ বলেন “সকালের স্নিগ্ধ আলো,” কেউ আবার লেখেন, “বয়স থেমে গেছে আপনার কাছে।”

অভিনয়জগতের পাশাপাশি জয়া আহসানের ফ্যাশন সেন্স ও স্টাইল আইকন হিসেবে উপস্থিতি বরাবরই প্রশংসিত। বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও তিনি সমান জনপ্রিয়— পর্দায় অভিনয়ের মতোই নিজের নান্দনিকতা ও রুচিশীলতা দিয়ে বারবার প্রমাণ করেছেন, সৌন্দর্য মানেই আত্মবিশ্বাস ও সরলতার নিখুঁত মিশ্রণ।