ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

শিক্ষা সমাজ ও রাষ্ট্রের উপযোগী মানুষ গড়ে তোলে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

শিক্ষা মানুষের সম্ভাবনাকে বিকশিত করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, শিক্ষার মূলত দুটি দিক রয়েছে। প্রথমত, এটি ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগ্রত ও বিকশিত করে। দ্বিতীয়ত, শিক্ষা মানুষের মধ্যে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধ গড়ে তোলে, যা সমাজের সামগ্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনায় এই দুইটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত ‘স্কিল ফোকাস লিটারেচি ফর আউট অব স্কুল এডোলেসেন্টস’ (স্কিলফো) পাইলট প্রকল্পের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “স্কিলফো প্রকল্পটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে, যা প্রশংসনীয়। এই সফলতাকে নষ্ট হতে দেওয়া যাবে না। বরং প্রকল্পের সুফলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে, যাতে এর মাধ্যমে বঞ্চিত কিশোর-কিশোরীরা দক্ষতা ও শিক্ষা অর্জনের সুযোগ পায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় এই ধরনের প্রকল্পের মাধ্যমে ঝরে পড়া কিশোর-কিশোরীদের পুনরায় শিক্ষা ও দক্ষতার আওতায় আনা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করার ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শিক্ষা সমাজ ও রাষ্ট্রের উপযোগী মানুষ গড়ে তোলে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৮:২৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

শিক্ষা মানুষের সম্ভাবনাকে বিকশিত করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের উপযোগী করে গড়ে তোলে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, শিক্ষার মূলত দুটি দিক রয়েছে। প্রথমত, এটি ব্যক্তির মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জাগ্রত ও বিকশিত করে। দ্বিতীয়ত, শিক্ষা মানুষের মধ্যে সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধ গড়ে তোলে, যা সমাজের সামগ্রিক অগ্রযাত্রায় ভূমিকা রাখে। তাই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনায় এই দুইটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত ‘স্কিল ফোকাস লিটারেচি ফর আউট অব স্কুল এডোলেসেন্টস’ (স্কিলফো) পাইলট প্রকল্পের জাতীয় পর্যায়ের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “স্কিলফো প্রকল্পটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে, যা প্রশংসনীয়। এই সফলতাকে নষ্ট হতে দেওয়া যাবে না। বরং প্রকল্পের সুফলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে, যাতে এর মাধ্যমে বঞ্চিত কিশোর-কিশোরীরা দক্ষতা ও শিক্ষা অর্জনের সুযোগ পায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব ড. কে. এম. কবিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী স্বাগত বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থায় এই ধরনের প্রকল্পের মাধ্যমে ঝরে পড়া কিশোর-কিশোরীদের পুনরায় শিক্ষা ও দক্ষতার আওতায় আনা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি সমন্বয় জোরদার করার ওপর জোর দেন তারা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।