ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 53

ছবি সংগৃহীত

 

পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময়ের পূর্বঘোষিত কার্যক্রম স্থগিত করেছে। সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফ্রেশ বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ব্যাংকগুলোর শাখায় যে সব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে, সেগুলো বিনিময় না করে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নগদ লেনদেনের জন্য পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক গত ১৬ ফেব্রুয়ারি জানিয়েছিল, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে নতুন নোট বিনিময় করবে। তবে, নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার কারণে আপত্তি উঠেছে বলে গুঞ্জন রয়েছে, যা এই সিদ্ধান্তের পেছনে একটি কারণ হতে পারে।

নতুন নোটের বিনিময় স্থগিতের ফলে এবারের ঈদে নতুন টাকা পাওয়া যাবে না। তবে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের মুদ্রণ কার্যক্রম এপ্রিল-মে মাসে সম্পন্ন হবে, যা পরবর্তীতে বাজারে ছাড়া হবে।

ঈদ উপলক্ষে নতুন নোটের বিনিময় স্থগিত হওয়ায় জনসাধারণকে পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করে নগদ লেনদেন সম্পাদনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় ০১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময়ের পূর্বঘোষিত কার্যক্রম স্থগিত করেছে। সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফ্রেশ বা নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ব্যাংকগুলোর শাখায় যে সব ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে, সেগুলো বিনিময় না করে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, নগদ লেনদেনের জন্য পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক গত ১৬ ফেব্রুয়ারি জানিয়েছিল, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে নতুন নোট বিনিময় করবে। তবে, নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার কারণে আপত্তি উঠেছে বলে গুঞ্জন রয়েছে, যা এই সিদ্ধান্তের পেছনে একটি কারণ হতে পারে।

নতুন নোটের বিনিময় স্থগিতের ফলে এবারের ঈদে নতুন টাকা পাওয়া যাবে না। তবে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের মুদ্রণ কার্যক্রম এপ্রিল-মে মাসে সম্পন্ন হবে, যা পরবর্তীতে বাজারে ছাড়া হবে।

ঈদ উপলক্ষে নতুন নোটের বিনিময় স্থগিত হওয়ায় জনসাধারণকে পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করে নগদ লেনদেন সম্পাদনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।