বাংলাদেশ সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত

- আপডেট সময় ০৫:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 5
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চারদিনের সফরে ঢাকায় এসেছেন। শনিবার (১২ জুলাই) বিকেলে তিনি ঢাকায় পৌঁছান বলে নিশ্চিত করেছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস।
এ সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মূলত বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনার জন্যই তার এ সফর।
বিশ্বব্যাংকের এক বিবৃতিতে জোহানেস যাত বলেন, “বাংলাদেশের জনগণের স্থিতিস্থাপকতা, উদ্ভাবনী চিন্তা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি আমাকে সবসময়ই মুগ্ধ করেছে।”
তিনি আরও বলেন, “আমি যখন ২০১৫ সালে বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব শেষ করি, তখন থেকেই দেশের অগ্রগতির দিকে নজর রাখছি। দশ বছর পর বাংলাদেশে ফিরে আসা আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ সময়ের মধ্যে দেশের যে রূপান্তর ঘটেছে, তা কাছ থেকে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি জোহানেস যাতের প্রথম বাংলাদেশ সফর। তিনি গত ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
এর আগে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হয়।
বর্তমান সফরে জোহানেস যাত বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, যুব জনগোষ্ঠীর ভবিষ্যৎ এবং টেকসই উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তিনি বলেন, “বিশ্বব্যাংক বাংলাদেশকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং প্রতিবছর শ্রমবাজারে প্রবেশকারী ২০ লাখ তরুণের জন্য আরও ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিশ্বব্যাংকের এই সফরকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন মহলে আগ্রহ দেখা দিয়েছে। আশা করা হচ্ছে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্ব আরও গভীর ও কার্যকর হবে।