০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনসমাগমের মধ্যে দক্ষিণখানে যুবলীগ নেতা খুন জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির শ্রদ্ধা গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, নেতানিয়াহুকে সরাসরি বার্তা শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

২০২৪-২৫ অর্থবছর: শিল্প খাতে ভর করে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬%

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 506

ছবি সংগৃহীত

 

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই প্রাক্কলিত তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৯৭ হাজার ১৮০ মিলিয়ন টাকা (প্রায় ১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা)। এর আগের অর্থবছরের একই প্রান্তিকে এ পরিমাণ ছিল ১২ লাখ ৬৬৯ হাজার ৮৫০ মিলিয়ন টাকা।

বিজ্ঞাপন

স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি হার ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৪ দশমিক ৬২ শতাংশ, যা চলতি অর্থবছরের একই প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশে। এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১.৯৬ শতাংশ এবং ৪.৪৮ শতাংশ, যেখানে আগের অর্থবছরের একই দুই প্রান্তিকে ছিল ৫.৮৭ ও ৪.৪৭ শতাংশ।

সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে সম্মিলিত জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম।

কৃষি খাতে মন্দাভাব

তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের বছরের ৪ দশমিক ০২ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এই খাতে চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.৭৬ শতাংশ ও ১.২৫ শতাংশ। এর বিপরীতে ২০২৩-২৪ অর্থবছরের ওই দুই প্রান্তিকে ছিল ০.৬২ ও ৪.০৯ শতাংশ।

শিল্প খাতে গতি ফিরেছে

শিল্প খাতে দেখা গেছে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা আগের বছরের একই সময়ের ৪.৫৫ শতাংশের তুলনায় অনেকটা বেশি। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২.৪৪ ও ৭.১০ শতাংশ। আগের অর্থবছরের ওই দুই প্রান্তিকে ছিল ৭.৭৮ ও ১.০৪ শতাংশ।

সেবা খাতেও ইতিবাচক ধারা

সেবা খাতেও ইতিবাচক প্রবৃদ্ধির ধারা লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.৮৮ শতাংশ, যেখানে আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৪.৩১ শতাংশ। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.৪১ ও ৩.৭৮ শতাংশ। আগের অর্থবছরে ছিল ৫.৫২ ও ৭.১০ শতাংশ।

এই তথ্যগুলো থেকে স্পষ্ট, কৃষি খাত এখনও প্রত্যাশিত মাত্রায় ফিরে আসেনি। তবে শিল্প ও সেবা খাতের গতিশীলতা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তা সত্ত্বেও আগের বছরের তুলনায় মোট প্রবৃদ্ধির গড় হার নিম্নমুখী, যা অর্থনীতিবিদদের মতে ভবিষ্যতের জন্য একটি সতর্কতা সংকেত।

 

নিউজটি শেয়ার করুন

২০২৪-২৫ অর্থবছর: শিল্প খাতে ভর করে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬%

আপডেট সময় ১১:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

 

সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই প্রাক্কলিত তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৯৭ হাজার ১৮০ মিলিয়ন টাকা (প্রায় ১৪ হাজার ১৯৭ বিলিয়ন টাকা)। এর আগের অর্থবছরের একই প্রান্তিকে এ পরিমাণ ছিল ১২ লাখ ৬৬৯ হাজার ৮৫০ মিলিয়ন টাকা।

বিজ্ঞাপন

স্থির মূল্যে জিডিপির প্রবৃদ্ধি হার ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৪ দশমিক ৬২ শতাংশ, যা চলতি অর্থবছরের একই প্রান্তিকে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশে। এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১.৯৬ শতাংশ এবং ৪.৪৮ শতাংশ, যেখানে আগের অর্থবছরের একই দুই প্রান্তিকে ছিল ৫.৮৭ ও ৪.৪৭ শতাংশ।

সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে সম্মিলিত জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম।

কৃষি খাতে মন্দাভাব

তৃতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের বছরের ৪ দশমিক ০২ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। এই খাতে চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.৭৬ শতাংশ ও ১.২৫ শতাংশ। এর বিপরীতে ২০২৩-২৪ অর্থবছরের ওই দুই প্রান্তিকে ছিল ০.৬২ ও ৪.০৯ শতাংশ।

শিল্প খাতে গতি ফিরেছে

শিল্প খাতে দেখা গেছে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা আগের বছরের একই সময়ের ৪.৫৫ শতাংশের তুলনায় অনেকটা বেশি। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ২.৪৪ ও ৭.১০ শতাংশ। আগের অর্থবছরের ওই দুই প্রান্তিকে ছিল ৭.৭৮ ও ১.০৪ শতাংশ।

সেবা খাতেও ইতিবাচক ধারা

সেবা খাতেও ইতিবাচক প্রবৃদ্ধির ধারা লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এই খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.৮৮ শতাংশ, যেখানে আগের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ছিল ৪.৩১ শতাংশ। প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.৪১ ও ৩.৭৮ শতাংশ। আগের অর্থবছরে ছিল ৫.৫২ ও ৭.১০ শতাংশ।

এই তথ্যগুলো থেকে স্পষ্ট, কৃষি খাত এখনও প্রত্যাশিত মাত্রায় ফিরে আসেনি। তবে শিল্প ও সেবা খাতের গতিশীলতা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তা সত্ত্বেও আগের বছরের তুলনায় মোট প্রবৃদ্ধির গড় হার নিম্নমুখী, যা অর্থনীতিবিদদের মতে ভবিষ্যতের জন্য একটি সতর্কতা সংকেত।