শিরোনাম :
গ্যাস সংকট
রাজধানীতে গ্যাস সংকট: ভোগান্তিতে নগরবাসী
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) মোহাম্মদপুর, কল্যাণপুর এবং গ্রিন রোডসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, বাসাবাড়িতে গ্যাস সরবরাহ প্রায় অচল। বাধ্য হয়ে অনেকেই ইলেক্ট্রিক কুকার ব্যবহার করে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন, আবার কেউ কেউ সিলিন্ডার গ্যাস কিনতে বাধ্য হচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, কখনও ভোরবেলা, কখনও গভীর রাতে সামান্য গ্যাস আসে, যা স্থায়ী হয় মাত্র এক থেকে দেড় ঘণ্টা। এ অবস্থায় রান্নাবান্না করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। গৃহিণীদের অভিযোগ, বাচ্চাদের স্কুলে পাঠানোর সময় সকালের খাবার তৈরি করা যাচ্ছে না। অনেকেই বাধ্য হয়ে বাইরের খাবার খাচ্ছেন, যা শিশুদের অসুস্থ করে তুলছে।