ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুপ্তচরবৃত্তিতে মৃত্যুদণ্ড ও সম্পত্তি জব্দের আইন পাস করলো ইরান ময়মনসিংহে বাড়ি থেকে একই পরিবারের মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার পুতিন দিনের বেলায় সুন্দর কথা বলেন, রাতে সবাইকে বোমা মারেন: ট্রাম্প রাজধানীতে বাথরুমে ঝর্ণার সাথে ওড়না পেঁচানো গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শীর্ষ নেতাদের চরিত্রহননের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল নারীদের সমমর্যাদা প্রতিষ্ঠা রাষ্ট্রের দায়িত্ব: ড. আলী রীয়াজ সায়মা ও জয় পরিচালিত ফাউন্ডেশনের অনুদান ও আয়কর নথি চেয়ে এনবিআরে চিঠি ইংল্যান্ডের বিমানবন্দরে ছোট বিমান বিধ্বস্ত, ফ্লাইট চলাচল বন্ধ বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের ২ জনসহ ৩ নারী নিহত ইতিহাস গড়লো বিটকয়েন, প্রথমবারের মতো মূল্য ১ লাখ ২০ হাজার ডলার ছাড়াল

ভিয়েতনাম থেকে আমদানি করা হল আরও ২০ হাজার মেট্রিক টন চাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

 

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের অধীন এই চালের চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত সরকার থেকে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। ভিয়েতনামের হাইফং বন্দর থেকে এমভি থাই বিন-০৯ নামক জাহাজে করে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের চালের মজুত পরিস্থিতি শক্তিশালী করতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার এই আমদানির উদ্যোগ নেয়। চলতি অর্থবছরে চাল আমদানির জন্য একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার। এরই অংশ হিসেবে ভিয়েতনাম থেকে জিটুজি ভিত্তিতে এই আতপ চাল আমদানি করা হলো।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে সরবরাহ বৃদ্ধি করে চালের দাম সহনীয় রাখতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক উৎস থেকে চাল আমদানির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভিয়েতনাম থেকে আমদানি করা হল আরও ২০ হাজার মেট্রিক টন চাল

আপডেট সময় ০৪:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

 

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের অধীন এই চালের চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত সরকার থেকে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। ভিয়েতনামের হাইফং বন্দর থেকে এমভি থাই বিন-০৯ নামক জাহাজে করে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের চালের মজুত পরিস্থিতি শক্তিশালী করতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার এই আমদানির উদ্যোগ নেয়। চলতি অর্থবছরে চাল আমদানির জন্য একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার। এরই অংশ হিসেবে ভিয়েতনাম থেকে জিটুজি ভিত্তিতে এই আতপ চাল আমদানি করা হলো।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে সরবরাহ বৃদ্ধি করে চালের দাম সহনীয় রাখতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক উৎস থেকে চাল আমদানির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।