ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক পুলিশের বাধার মুখে সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাঁকড়া চাষের মাধ্যমে উপকূলের উন্নয়ন ও বিদেশে হচ্ছে রপ্তানি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার শশী গ্রুপের একাধিক অঙ্গ প্রতিষ্টানে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ছুটির দিনেও খোলা ব্যাংক, কম গ্রাহকের আনাগোনা চকরিয়ায় অভিযান চালিয়ে সাত মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার নগর ভবনের সামনে ইশরাকপন্থীদের অবস্থান কর্মসূচি

ভিয়েতনাম থেকে আমদানি করা হল আরও ২০ হাজার মেট্রিক টন চাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 10

ছবি সংগৃহীত

 

 

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের অধীন এই চালের চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত সরকার থেকে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। ভিয়েতনামের হাইফং বন্দর থেকে এমভি থাই বিন-০৯ নামক জাহাজে করে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের চালের মজুত পরিস্থিতি শক্তিশালী করতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার এই আমদানির উদ্যোগ নেয়। চলতি অর্থবছরে চাল আমদানির জন্য একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার। এরই অংশ হিসেবে ভিয়েতনাম থেকে জিটুজি ভিত্তিতে এই আতপ চাল আমদানি করা হলো।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে সরবরাহ বৃদ্ধি করে চালের দাম সহনীয় রাখতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক উৎস থেকে চাল আমদানির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভিয়েতনাম থেকে আমদানি করা হল আরও ২০ হাজার মেট্রিক টন চাল

আপডেট সময় ০৪:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

 

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের অধীন এই চালের চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত সরকার থেকে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। ভিয়েতনামের হাইফং বন্দর থেকে এমভি থাই বিন-০৯ নামক জাহাজে করে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের চালের মজুত পরিস্থিতি শক্তিশালী করতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার এই আমদানির উদ্যোগ নেয়। চলতি অর্থবছরে চাল আমদানির জন্য একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার। এরই অংশ হিসেবে ভিয়েতনাম থেকে জিটুজি ভিত্তিতে এই আতপ চাল আমদানি করা হলো।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে সরবরাহ বৃদ্ধি করে চালের দাম সহনীয় রাখতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক উৎস থেকে চাল আমদানির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।