ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, উদ্ধার তৎপরতা চলছে গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের গরুর মৃত্যু দুর্নীতি কমলে দেশ দ্রুত এগোবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ গাজার অধিবাসীদের লিবিয়ায় স্থানান্তরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়ক পুলিশের বাধার মুখে সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাঁকড়া চাষের মাধ্যমে উপকূলের উন্নয়ন ও বিদেশে হচ্ছে রপ্তানি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার

অনলাইন বেটিং অ্যাপ প্রচারে টলিউড তারকাদের বিরুদ্ধে মামলা: অর্থনৈতিক ক্ষতির অভিযোগে তোলপাড় তেলেঙ্গানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

তেলেঙ্গানার হায়দরাবাদে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে টলিউডের জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন অভিনেতা রানা দগ্গুবাতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, নিধি আগরওয়াল ও মঞ্চু লক্ষ্মীসহ আরও ২৫ জন অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

হায়দরাবাদের মিয়াপুর থানার পুলিশ জানিয়েছে, এসব তারকা ও ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে অভিযোগ, তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে সাধারণ মানুষকে বেটিং অ্যাপে আকৃষ্ট করেছেন। এতে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি সর্বস্বান্তও হয়েছেন।

মামলার বাদী পিএম ফণীন্দ্র শর্মা জানান, গত ১৬ মার্চ তিনি তার এলাকায় যুবকদের মধ্যে বেটিং অ্যাপ নিয়ে তীব্র আলোচনা লক্ষ্য করেন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় তারকাদের পোস্ট দেখে অনেকেই এসব অ্যাপে বিনিয়োগ করছেন। আমি নিজেও প্রলুব্ধ হয়েছিলাম, কিন্তু পরিবারের হুঁশিয়ারিতে সে যাত্রায় রক্ষা পেয়েছি।”

তাঁর অভিযোগ, এই ধরনের প্রলোভন মূলক প্রচারে সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণি সবচেয়ে বেশি বিপদে পড়ছে। তরুণদের মধ্যে জুয়ার প্রবণতা বাড়ছে, যা ভবিষ্যতের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে।

এর আগে পাঞ্জাগুট্টা থানায়ও অনুরূপ অভিযোগে আরও ১১ জন অভিনেতা ও ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই অ্যাপগুলো ১৮৬৭ সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টসহ বর্তমান জুয়া বিরোধী আইন লঙ্ঘন করছে।

হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে হাজার হাজার কোটি টাকার লেনদেন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই তদন্ত আরও জোরদার করা হয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

অনলাইন বেটিং অ্যাপ প্রচারে টলিউড তারকাদের বিরুদ্ধে মামলা: অর্থনৈতিক ক্ষতির অভিযোগে তোলপাড় তেলেঙ্গানা

আপডেট সময় ০৫:২৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫

 

তেলেঙ্গানার হায়দরাবাদে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে টলিউডের জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন অভিনেতা রানা দগ্গুবাতি, প্রকাশ রাজ, বিজয় দেবরাকোন্ডা, নিধি আগরওয়াল ও মঞ্চু লক্ষ্মীসহ আরও ২৫ জন অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

হায়দরাবাদের মিয়াপুর থানার পুলিশ জানিয়েছে, এসব তারকা ও ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে অভিযোগ, তারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে সাধারণ মানুষকে বেটিং অ্যাপে আকৃষ্ট করেছেন। এতে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি সর্বস্বান্তও হয়েছেন।

মামলার বাদী পিএম ফণীন্দ্র শর্মা জানান, গত ১৬ মার্চ তিনি তার এলাকায় যুবকদের মধ্যে বেটিং অ্যাপ নিয়ে তীব্র আলোচনা লক্ষ্য করেন। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় তারকাদের পোস্ট দেখে অনেকেই এসব অ্যাপে বিনিয়োগ করছেন। আমি নিজেও প্রলুব্ধ হয়েছিলাম, কিন্তু পরিবারের হুঁশিয়ারিতে সে যাত্রায় রক্ষা পেয়েছি।”

তাঁর অভিযোগ, এই ধরনের প্রলোভন মূলক প্রচারে সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণি সবচেয়ে বেশি বিপদে পড়ছে। তরুণদের মধ্যে জুয়ার প্রবণতা বাড়ছে, যা ভবিষ্যতের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে।

এর আগে পাঞ্জাগুট্টা থানায়ও অনুরূপ অভিযোগে আরও ১১ জন অভিনেতা ও ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই অ্যাপগুলো ১৮৬৭ সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্টসহ বর্তমান জুয়া বিরোধী আইন লঙ্ঘন করছে।

হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে হাজার হাজার কোটি টাকার লেনদেন রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই তদন্ত আরও জোরদার করা হয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।