ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুগলের বিরুদ্ধে ৩৩৪ কোটি ডলারের মামলা অভিযোগ ইতালির প্রতিষ্ঠান মোটিপ্লাইয়ের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

ইতালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মোটিপ্লাই গ্রুপ মার্কিন টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৩৩৪ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করে একটি মামলা দায়ের করেছে। গত শুক্রবার (১০ মে) মিলানের একটি আদালতে এ মামলা করা হয়। মোটিপ্লাইয়ের অভিযোগ গুগল বাজারে নিজের একচেটিয়া প্রভাব খাটিয়ে প্রতিযোগিতার পরিবেশ ধ্বংস করেছে এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ও মাঝারি ব্যবসাগুলো।

মোটিপ্লাই গ্রুপ পরিচালনা করে ইতালির জনপ্রিয় ই-কমার্স সাইট ট্রোভাপ্রেজি.আইটি। প্রতিষ্ঠানটির দাবি, ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুগলের একতরফা ও বৈষম্যমূলক আচরণের কারণে তাদের সহযোগী প্রতিষ্ঠান সেভেনপিক্সেল-এর স্বাভাবিক ব্যবসায়িক প্রবৃদ্ধিতে বড় বাধা সৃষ্টি হয়। এক বিবৃতিতে তারা জানায়, গুগল তার নিজস্ব সেবা গুগল শপিং-কে অগ্রাধিকার দিতে গিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর ওপর বৈষম্য করেছে।

মোটিপ্লাই-এর বক্তব্য অনুযায়ী, গুগল তার সার্চ ইঞ্জিনের মাধ্যমে এমনভাবে ফলাফল দেখাতো, যাতে গুগল শপিং সবার আগে প্রদর্শিত হতো। এতে করে ব্যবহারকারীরা অন্য সাইটে প্রবেশের আগেই গুগল শপিংয়ে ঢুকে পড়তো, যা প্রতিযোগী সাইটগুলোর জন্য ক্ষতিকর ছিল। এতে গুগলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় হাজারো ছোট ব্যবসা।

এটাই প্রথম নয় গুগলের বিরুদ্ধে এমন একচেটিয়া আধিপত্যের অভিযোগ আগে থেকেই রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ইইউ কোর্ট অফ জাস্টিস ২০১৭ সালে গুগলকে ২৪২ কোটি ইউরো জরিমানা করে। ইউরোপীয় কমিশন সে সময় বলেছিল, গুগল তার নিজস্ব শপিং সেবা অন্যদের তুলনায় বেশি প্রচার করে প্রতিদ্বন্দ্বীদের বিপাকে ফেলে।

গুগলের বিরুদ্ধে মিলানে দায়ের করা সর্বশেষ মামলাটি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গুগলের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই মামলার রায় প্রযুক্তি বাজারে প্রতিযোগিতার নীতি এবং গুগলের আগামীর ব্যবসায়িক কৌশলে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

 

নিউজটি শেয়ার করুন

গুগলের বিরুদ্ধে ৩৩৪ কোটি ডলারের মামলা অভিযোগ ইতালির প্রতিষ্ঠান মোটিপ্লাইয়ের

আপডেট সময় ০৩:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

ইতালির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মোটিপ্লাই গ্রুপ মার্কিন টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৩৩৪ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করে একটি মামলা দায়ের করেছে। গত শুক্রবার (১০ মে) মিলানের একটি আদালতে এ মামলা করা হয়। মোটিপ্লাইয়ের অভিযোগ গুগল বাজারে নিজের একচেটিয়া প্রভাব খাটিয়ে প্রতিযোগিতার পরিবেশ ধ্বংস করেছে এবং এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট ও মাঝারি ব্যবসাগুলো।

মোটিপ্লাই গ্রুপ পরিচালনা করে ইতালির জনপ্রিয় ই-কমার্স সাইট ট্রোভাপ্রেজি.আইটি। প্রতিষ্ঠানটির দাবি, ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুগলের একতরফা ও বৈষম্যমূলক আচরণের কারণে তাদের সহযোগী প্রতিষ্ঠান সেভেনপিক্সেল-এর স্বাভাবিক ব্যবসায়িক প্রবৃদ্ধিতে বড় বাধা সৃষ্টি হয়। এক বিবৃতিতে তারা জানায়, গুগল তার নিজস্ব সেবা গুগল শপিং-কে অগ্রাধিকার দিতে গিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর ওপর বৈষম্য করেছে।

মোটিপ্লাই-এর বক্তব্য অনুযায়ী, গুগল তার সার্চ ইঞ্জিনের মাধ্যমে এমনভাবে ফলাফল দেখাতো, যাতে গুগল শপিং সবার আগে প্রদর্শিত হতো। এতে করে ব্যবহারকারীরা অন্য সাইটে প্রবেশের আগেই গুগল শপিংয়ে ঢুকে পড়তো, যা প্রতিযোগী সাইটগুলোর জন্য ক্ষতিকর ছিল। এতে গুগলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয় হাজারো ছোট ব্যবসা।

এটাই প্রথম নয় গুগলের বিরুদ্ধে এমন একচেটিয়া আধিপত্যের অভিযোগ আগে থেকেই রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালত ইইউ কোর্ট অফ জাস্টিস ২০১৭ সালে গুগলকে ২৪২ কোটি ইউরো জরিমানা করে। ইউরোপীয় কমিশন সে সময় বলেছিল, গুগল তার নিজস্ব শপিং সেবা অন্যদের তুলনায় বেশি প্রচার করে প্রতিদ্বন্দ্বীদের বিপাকে ফেলে।

গুগলের বিরুদ্ধে মিলানে দায়ের করা সর্বশেষ মামলাটি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গুগলের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই মামলার রায় প্রযুক্তি বাজারে প্রতিযোগিতার নীতি এবং গুগলের আগামীর ব্যবসায়িক কৌশলে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।