বড়লেখা ও মাগুরায় শিশু ধর্ষণের বিরুদ্ধে ফুঁসে উঠল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবি
মৌলভীবাজারের বড়লেখা ও মাগুরায় শিশু ধর্ষণের নৃশংস ঘটনায় উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ। তিন বছরের ও আট বছরের দুই শিশুকে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (৯ মার্চ) রাত ১০টায় বড়লেখা পৌর শহরে সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ধর্ষকদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। তারা বলেন, শিশুদের ওপর এই পাশবিক নির্যাতন সমাজের জন্য কলঙ্ক। বিচারহীনতার সংস্কৃতি এসব ঘৃণ্য অপরাধীদের আরও সাহসী করে তুলছে। তাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মিছিল শেষে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তামিম আহমেদ, ইউপি সদস্য কামাল আহমদ, তরুণ সমাজসেবক কয়েছ আহমদ, ছাত্র প্রতিনিধি আরাফাত আহমদ, সাইদ আহমদ শিপু, মান্না আমিন, মুন্না আহমদ ও সোয়েব আহমদসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, “একটি সভ্য সমাজে শিশু ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনা আমাদের জন্য লজ্জার। আমরা চাই, ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
এছাড়া, মানববন্ধন ও ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। সমাজের সকল শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
বিক্ষোভ শেষে, স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন এসব জঘন্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হয়। জনতার দাবির মুখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিশু নির্যাতন বন্ধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নৈতিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হলো এই প্রতিবাদে।