সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন

- আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / 2
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১২৮৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ৮৭৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৪০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় পরিচালিত অভিযানে পুলিশ তৎপর ভূমিকা রাখে। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে একাংশের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বাকিদের নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
এছাড়া, অভিযানে উদ্ধার করা হয়েছে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও অপরাধমূলক কাজে ব্যবহৃত সরঞ্জাম। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, এলজি, একটি পুরাতন বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল এবং গুলি। এছাড়াও, অপরাধ সংগঠনে ব্যবহৃত অন্যান্য বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এই ধারাবাহিক অভিযান সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা সচেতনতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল।