১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 201

ছবি সংগৃহীত

 

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি সীসা কারখানায় অভিযান চালিয়ে তিনজন চীনা নাগরিকসহ মোট ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনের নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১) ও সান বেনহুয়া (৬৩); এবং বাংলাদেশের মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে সীসা কারখানা স্থাপন করে সেখানে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। কারখানায় সীসা গলানোর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল এবং এসব সীসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

অভিযানের সময় কারখানাটি তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, “পরিবেশ বিনষ্টকারী এমন অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড

আপডেট সময় ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

 

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি সীসা কারখানায় অভিযান চালিয়ে তিনজন চীনা নাগরিকসহ মোট ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চীনের নাগরিক ঝানা ইয়াংলিয়াং (৪৪), ঝু শিংলিয়াং (৪১) ও সান বেনহুয়া (৬৩); এবং বাংলাদেশের মো. ইফতেয়ার সিকদার (৩৩), মো. সোহাগ মিয়া (২৫) ও মো. দিদার (২৬)।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান, আশুগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাখিবুল হাসান জানান, সোনারামপুর এলাকায় কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে সীসা কারখানা স্থাপন করে সেখানে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। কারখানায় সীসা গলানোর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল এবং এসব সীসা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

অভিযানের সময় কারখানাটি তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, “পরিবেশ বিনষ্টকারী এমন অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”