প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
- আপডেট সময় ০১:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 25
পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম করে প্লট বরাদ্দের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তাঁর বোন শেখ রেহানাকে ৭ বছর এবং রেহানার মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
এ মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকেও ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া গৃহায়ন মন্ত্রণালয় ও রাজউকের প্লট বরাদ্দ-সংশ্লিষ্ট ১২ কর্মকর্তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। অন্য সব আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গৃহায়ন মন্ত্রণালয় ও রাজউকের ১২ জন কর্মকর্তা–
সাইফুল ইসলাম সরকার, পূরবী গোলদার, অলিউল্লাহ, কাজী ওয়াছি উদ্দিন, আনিছুর রহমান মিঞা, খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম ও নায়েব আলী শরীফ—মামলায় খালাস পেয়েছেন।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে যোগ্যতা না থাকা সত্ত্বেও বোন শেখ রেহানাকে পূর্বাচল ২৭ নম্বর সেক্টরের একটি প্লট বরাদ্দ দেন। টিউলিপ সিদ্দিক মায়ের পক্ষে প্রভাব খাটান। এ কাজে রাজউকের কিছু কর্মকর্তা ব্যক্তিগত লাভের আশায় নিয়মবহির্ভূতভাবে যুক্ত ছিলেন।
দুদক গত জানুয়ারিতে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬টি মামলা করে। এর মধ্যে তিনটির রায় গত ২৭ নভেম্বর ঘোষণা করে আদালত—যেখানে শেখ হাসিনা মোট ২১ বছরের কারাদণ্ড পান। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও পৃথক মামলায় ৫ বছর করে দণ্ডিত হন।















