ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ ও ঘরোয়া উপায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬ জন হত্যা ও খুন মামলাসহ পুরনো মামলা দ্রুত নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল বিদেশফেরত রংমিস্ত্রি থেকে সফল কৃষি উদ্যোক্তা: আফজাল শেখের রাম্বুটান বিপ্লব কলটি বিবিসি উদ্ধার করেনি, এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি: চিফ প্রসিকিউটর ১ লাখ শিক্ষক নিয়োগে পুলিশের ভেরিফিকেশন: শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন, যারা ওদের পক্ষে তাঁদের বয়কট করুন: নাহিদ ইসলাম রাজস্থানে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত দুই পাইলট বাগেরহাটে ডাকাতিকৃত মালামাল সহ ৭ ডাকাত আটক বাংলাদেশ-চীন-পাকিস্তান ঘনিষ্ঠতায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারতীয় প্রতিরক্ষা প্রধান

হাতিরঝিলে যুবদল কর্মী হত্যায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে সুব্রত বাইনকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল হক দিদার। অন্যদিকে আসামিপক্ষে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগীয় গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম গত ২৫ জুন সুব্রত বাইনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

উল্লেখ্য, গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় আদালত সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৫ জুন তাকে কারাগারে পাঠানো হয়। পরে যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’-এর সামনে যুবদল কর্মী আরিফ সিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরিফের বড় বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, সুব্রত বাইন রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও হত্যাসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হাতিরঝিলে যুবদল কর্মী হত্যায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৪:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

 

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে সুব্রত বাইনকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল হক দিদার। অন্যদিকে আসামিপক্ষে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগীয় গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম গত ২৫ জুন সুব্রত বাইনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

উল্লেখ্য, গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় আদালত সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৫ জুন তাকে কারাগারে পাঠানো হয়। পরে যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’-এর সামনে যুবদল কর্মী আরিফ সিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরিফের বড় বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, সুব্রত বাইন রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও হত্যাসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।