০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১০ জুলাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 145

ছবি সংগৃহীত

 

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত অন্য দুইজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই তিনজনের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একমাত্র আসামি যিনি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং তাকে এদিন আদালতে হাজির করা হয়।

আসামিদের পক্ষে কোনও ব্যক্তিগত আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমেই তাদের পক্ষে শুনানি পরিচালিত হয়।

এর আগে গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন। একইসাথে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের পাঁচটি পৃথক অভিযোগ আনেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, হত্যা, নির্যাতন এবং বেসামরিক জনগণের ওপর দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আদালত বলেন, শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় এ মামলার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে তদন্ত শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

মামলার পরবর্তী শুনানিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সেটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ ১০ জুলাই

আপডেট সময় ০৪:৫৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত অন্য দুইজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই তিনজনের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একমাত্র আসামি যিনি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং তাকে এদিন আদালতে হাজির করা হয়।

আসামিদের পক্ষে কোনও ব্যক্তিগত আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর মাধ্যমেই তাদের পক্ষে শুনানি পরিচালিত হয়।

এর আগে গত ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) আমলে নেন। একইসাথে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের পাঁচটি পৃথক অভিযোগ আনেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, হত্যা, নির্যাতন এবং বেসামরিক জনগণের ওপর দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আদালত বলেন, শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় এ মামলার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে তদন্ত শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

মামলার পরবর্তী শুনানিতে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সেটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।