শরীয়তপুর
জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার
শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের।
০৯- ০১- ২০২৫ ইং তারিখ ১১:০১ ঘটিকা হতে দুপুর ১৩:০৮ ঘটিকার মধ্যে যেকোনো সময় শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন জাজিরা থানার নতুন ভবনের ২য় তলায় ইন্সপেকশন বাংলো (পদ্মা) রুমের মধ্যে জাজিরা থানার অফিসার ইনচার্জ জনাব আল-আমিন বিপি- ৮১০৮১২৩৯৯৫ এর লাস জানালার গ্রিলের সাথে গামছায় ঝুলে থাকতে দেখা যায়।
জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ ছালাম বিপি ৭৬৯৫০৭০৬৪৬ তার থানার দ্বিতীয় তলার রুমে গেলে রুমের দরজা খোলা কিন্তু ভিড়ানো অবস্থায় দেখতে পায়। দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে রুমের উত্তর পাশে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় ওসি আল-আমিন এর মরদেহ দেখতে পেয়ে থানার ডিউটি অফিসার সহ অন্যান্য অফিসার ফোর্সদের জানায়।
এরপর সে পুলিশ সুপারসহ বিভিন্ন অফিসার কে অবগত করেন। সংবাদ পেয়ে পুলিশ সুপার শরীয়তপুর, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ, ডিআই ওয়ান শরীয়তপুর, ওসিডিবি শরীয়তপুর, দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাজিরা উপজেলার ইউএনও এসিল্যান্ড ওজাজিরা হাসপাতালের টি এইচ ও আরএমও কে সঙ্গে নিয়ে থানার দ্বিতীয় তলায় ওসি সাহেব এর মরদেহ থাকার রুমে প্রবেশ করেন। মৃত্যুর সঠিক কারন এখন পর্যন্ত জানা যায়নি।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য জনাব আল-আমিনের পৈত্রিক বাড়ি বরিশাল জেলার মূলাদি থানায়। তিনি গত ১৪/০৯/২০২৪ তাং এ জাজিরা থানায়বফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।