একুশে আগস্ট গ্রেনেড হামলা
তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ৪ মে
- আপডেট সময় ০৪:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / 126
বহুল আলোচিত একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামী ৪ মে অনুষ্ঠিত হবে।
রোববার (২৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এদিন ঠিক করেন।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আমিনুল ইসলাম, মাকসুদ উল্লাহ, জাকির হোসেন, আনিসুর রহমান রায়হান বিশ্বাস, সামসুল ইসলাম মুকুল, আজমল হোসেন খোকন উপস্থিত ছিলেন।
এর আগে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
























