রমজান ২০২৫: সবার আগে রোজার ঘোষণা দিলো অস্ট্রেলিয়া
বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান মাসের সূচনা নির্ধারিত হয়। তবে এবারও অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে রমজান ২০২৫-এর শুরুর তারিখ ঘোষণা করেছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামিক ক্যালেন্ডারের মাস শুরু হয়, আর এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় প্রথম চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে দেশটির ইসলামিক কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি কাউন্সিল ঘোষণা দিয়েছে যে, দেশটিতে রমজান ২০২৫ শুরু হবে (উল্লেখযোগ্য তারিখ অনুযায়ী)। ফলে মুসলিম ধর্মপ্রাণরা সেদিন থেকেই প্রথম রোজা পালন করবেন। অস্ট্রেলিয়া বিশ্বে অন্যতম দেশ, যেখানে নতুন চন্দ্র মাস সবার আগে দেখা যায়, তাই ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী তারা প্রায়ই রমজানের ঘোষণা সবার আগে দিয়ে থাকে।
দেশটির বিভিন্ন ইসলামিক সোসাইটি ও মসজিদ কমিটি এই ঘোষণা নিশ্চিত করেছে এবং মুসলিমদের রমজান মাসের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেনসহ বিভিন্ন শহরে মুসলমানরা রোজা রাখার জন্য প্রস্তুত হচ্ছে।
বিশ্বের অন্যান্য দেশেও চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরু হবে, তবে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে এখনও আনুষ্ঠানিক চাঁদ দেখার ঘোষণা আসেনি। সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার সিদ্ধান্ত অনেক দেশ অনুসরণ করে, তাই সেখানে ঘোষণা আসার পর অন্য দেশগুলোও তাদের রোজার দিন নির্ধারণ করে।
এদিকে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ রমজানের প্রথম তারিখ জানার জন্য অপেক্ষা করছে, তবে অস্ট্রেলিয়া এবারও সবার আগে ঘোষণা দিয়ে মুসলিম সম্প্রদায়কে রোজার প্রস্তুতি নিতে উৎসাহিত করেছে।
রমজান মুসলিমদের জন্য একটি পবিত্র মাস, যেখানে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা পালন করেন এবং সৃষ্টিকর্তার নৈকট্য লাভের চেষ্টা করেন। সারা বিশ্বে মুসলমানরা রমজান মাসকে আত্মশুদ্ধি, ইবাদত ও সহমর্মিতার সময় হিসেবে গণ্য করে।