১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

সিলেটে মাঝরাতে ভূমিকম্প, আতঙ্কে কিছু বাসিন্দা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 72

ছবি: সংগৃহীত

 

সিলেটে গভীর রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে এবং সিলেট থেকে মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে থাকায় সিলেটবাসীরা এটি স্পষ্টভাবে অনুভব করেন। তবে গভীর রাতে হওয়ায় অনেকেই টের পাননি।

বিজ্ঞাপন

তবে যারা ভূমিকম্পের সময় জেগে ছিলেন, তারা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান যে, তাদের ঘর কেঁপে উঠেছিল। কেউ কেউ হালকা আতঙ্কিত হলেও কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় দ্রুত স্বস্তি ফিরে আসে।

এর মাত্র একদিন আগেই, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৫.১, যার উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও ওডিশা সংলগ্ন এলাকায়। ফলে উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়ে।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বহুতল ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

সিলেটে মাঝরাতে ভূমিকম্প, আতঙ্কে কিছু বাসিন্দা

আপডেট সময় ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

সিলেটে গভীর রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে এবং সিলেট থেকে মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে থাকায় সিলেটবাসীরা এটি স্পষ্টভাবে অনুভব করেন। তবে গভীর রাতে হওয়ায় অনেকেই টের পাননি।

বিজ্ঞাপন

তবে যারা ভূমিকম্পের সময় জেগে ছিলেন, তারা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান যে, তাদের ঘর কেঁপে উঠেছিল। কেউ কেউ হালকা আতঙ্কিত হলেও কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় দ্রুত স্বস্তি ফিরে আসে।

এর মাত্র একদিন আগেই, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৫.১, যার উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও ওডিশা সংলগ্ন এলাকায়। ফলে উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়ে।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বহুতল ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।