ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

সিলেটে মাঝরাতে ভূমিকম্প, আতঙ্কে কিছু বাসিন্দা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 54

ছবি: সংগৃহীত

 

সিলেটে গভীর রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে এবং সিলেট থেকে মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে থাকায় সিলেটবাসীরা এটি স্পষ্টভাবে অনুভব করেন। তবে গভীর রাতে হওয়ায় অনেকেই টের পাননি।

তবে যারা ভূমিকম্পের সময় জেগে ছিলেন, তারা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান যে, তাদের ঘর কেঁপে উঠেছিল। কেউ কেউ হালকা আতঙ্কিত হলেও কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় দ্রুত স্বস্তি ফিরে আসে।

এর মাত্র একদিন আগেই, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৫.১, যার উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও ওডিশা সংলগ্ন এলাকায়। ফলে উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়ে।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বহুতল ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

সিলেটে মাঝরাতে ভূমিকম্প, আতঙ্কে কিছু বাসিন্দা

আপডেট সময় ১০:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

সিলেটে গভীর রাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৩।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে এবং সিলেট থেকে মাত্র ১০০ কিলোমিটারের মধ্যে থাকায় সিলেটবাসীরা এটি স্পষ্টভাবে অনুভব করেন। তবে গভীর রাতে হওয়ায় অনেকেই টের পাননি।

তবে যারা ভূমিকম্পের সময় জেগে ছিলেন, তারা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান যে, তাদের ঘর কেঁপে উঠেছিল। কেউ কেউ হালকা আতঙ্কিত হলেও কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় দ্রুত স্বস্তি ফিরে আসে।

এর মাত্র একদিন আগেই, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৫.১, যার উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও ওডিশা সংলগ্ন এলাকায়। ফলে উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়ে।

বারবার ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বহুতল ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।