ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
চরমোনাই মাহফিলে ইসলামী ঐক্যের আহ্বান, আগামী নির্বাচন নিয়ে কৌশল নির্ধারণ শের-ই-বাংলা মেডিকেল শাটডাউনের চতুর্থ দিন: সড়ক অবরোধে শিক্ষার্থীদের অনড় অবস্থান আমরা এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী: ড. ইউনূস একুশে পদক ২০২৫: ১৮ গুণীজন ও এক দলকে সম্মাননা দিলেন প্রধান উপদেষ্টা রমজানে পণ্যের সংকট নেই, মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা শেয়ারবাজারে উত্থান: ডিএসই ও সিএসইতে সূচকের ইতিবাচক ধারা তীব্র গরম থেকে বাঁচতে কাজে দেবে যে ১০টি উপায় অ্যারিজোনায় মাঝ আকাশে আবারও উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ২ রোজা শুরুর আগেই ছোলার সরবরাহে স্বস্তি, দাম কমার আশা গরমে বিদ্যুৎ সংকট বাড়তে পারে, রোজার মাসে বাড়বে লোডশেডিং

কুয়েট উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবি, না মানলে ক্লাস-পরীক্ষা স্থগিতের হুঁশিয়ারি

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, তাদের দাবিগুলো বুধবার দুপুর ১টার মধ্যে পূরণ না হলে কুয়েটের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিতভাবে কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা দায়ের করতে হবে। একই সঙ্গে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিংবা বাইরে, শিক্ষার্থী, শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীরা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে হবে। কেউ এই নির্দেশনা লঙ্ঘন করলে তাকে আজীবন বহিষ্কার করা হবে।

শিক্ষার্থীরা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। একই সঙ্গে হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার কুয়েট প্রশাসনকে বহন করতে হবে।

শিক্ষার্থীদের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এখনো কুয়েট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৫১৪ বার পড়া হয়েছে

কুয়েট উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবি, না মানলে ক্লাস-পরীক্ষা স্থগিতের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানায়, তাদের দাবিগুলো বুধবার দুপুর ১টার মধ্যে পূরণ না হলে কুয়েটের সব ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, পরিকল্পিতভাবে কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা দায়ের করতে হবে। একই সঙ্গে জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্থায়ী বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিংবা বাইরে, শিক্ষার্থী, শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীরা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে হবে। কেউ এই নির্দেশনা লঙ্ঘন করলে তাকে আজীবন বহিষ্কার করা হবে।

শিক্ষার্থীরা জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। একই সঙ্গে হামলায় আহত সকল শিক্ষার্থীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার কুয়েট প্রশাসনকে বহন করতে হবে।

শিক্ষার্থীদের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এখনো কুয়েট প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, যা শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।