ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা আদালত চত্ত্বর থেকে পালানো আসামী বরগুনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ট্রেন দুর্ঘটনা রোধে জনসচেতনতা ও সহযোগিতা চাইল রেলপথ মন্ত্রণালয় বাঁশ কুড়াল খুজতে গিয়ে কিশোরী পা বিচ্ছিন্ন চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ সাজিদ হত্যার ইস্যুতে আজই মামলা, সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট; ইবি উপাচার্য বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত : সালাহউদ্দিন পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা সুপ্রিম কোর্টে প্রবেশে ভোটার তালিকা হালনাগাদে সময়সীমা নির্ধারণ করলো ইসি

সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাতে ইবি থানায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ইবি থানার অফিসার ইন চার্জ (ওসি) মেহেদী হাসান।

জানা যায়, দন্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয় (মামলা নং-২)।

সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আমার ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ মর্মে আমি ইবি থানাতে একটা হত্যা মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, আজ সাজিদের বাবা বাদী হয়ে ইবি থানাতে একটি মামলা দায়ের করেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলার এজাহার আগামীকাল কোর্টে যাবে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত ১৮ জুলাই সাজিদের মৃত্যুর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ৩ আগস্ট সাজিদের মৃত্যুর প্রকাশিত ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। সাজিদের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আবার উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সর্বশেষ সাজিদের পরিবার আজ অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।

 

তানিম তানভীর
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

নিউজটি শেয়ার করুন

সাজিদ হত্যার ইস্যুতে পরিবারের মামলা

আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

 

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাতে ইবি থানায় সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ইবি থানার অফিসার ইন চার্জ (ওসি) মেহেদী হাসান।

জানা যায়, দন্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয় (মামলা নং-২)।

সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, পোস্টমর্টেম ও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী আমার ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ মর্মে আমি ইবি থানাতে একটা হত্যা মামলা দায়ের করেছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

ইবি থানার ওসি মেহেদী হাসান বলেন, আজ সাজিদের বাবা বাদী হয়ে ইবি থানাতে একটি মামলা দায়ের করেছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলার এজাহার আগামীকাল কোর্টে যাবে।

প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গত ১৮ জুলাই সাজিদের মৃত্যুর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ৩ আগস্ট সাজিদের মৃত্যুর প্রকাশিত ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন। সাজিদের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আবার উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সর্বশেষ সাজিদের পরিবার আজ অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।

 

তানিম তানভীর
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি