০৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান

ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল: ছাত্রশিবির সভাপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 150

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে জুলাই মাসব্যাপী কর্মসূচি ও আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন শিবির সভাপতি।

বিজ্ঞাপন

জাহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানোর পাঁয়তারা চলছে, যা ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।”

তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বৈরাচার সরকারের আস্থাভাজন ব্যক্তিরা বসে রয়েছেন এবং আগের ন্যায় দেশ চালাচ্ছেন।

এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ প্রকাশের দাবিতে ছাত্রশিবির অন্য সংগঠনগুলোর সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবে, যদি সরকার তাদের দাবি উপেক্ষা করে।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেন শিবির সভাপতি। এই কর্মসূচির মধ্যে রয়েছে নানা সভা-সমাবেশ, মিছিল, পোস্টার ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি।

তিনি আরও বলেন, “দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকব। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই অধিকার থেকে আমাদের দূরে সরানো যাবে না।”

শিবির সভাপতি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত নয়, আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

 

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে জুলাই মাসব্যাপী কর্মসূচি ও আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন শিবির সভাপতি।

বিজ্ঞাপন

জাহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানোর পাঁয়তারা চলছে, যা ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।”

তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বৈরাচার সরকারের আস্থাভাজন ব্যক্তিরা বসে রয়েছেন এবং আগের ন্যায় দেশ চালাচ্ছেন।

এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ প্রকাশের দাবিতে ছাত্রশিবির অন্য সংগঠনগুলোর সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবে, যদি সরকার তাদের দাবি উপেক্ষা করে।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেন শিবির সভাপতি। এই কর্মসূচির মধ্যে রয়েছে নানা সভা-সমাবেশ, মিছিল, পোস্টার ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি।

তিনি আরও বলেন, “দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকব। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই অধিকার থেকে আমাদের দূরে সরানো যাবে না।”

শিবির সভাপতি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত নয়, আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।