ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

তাইজুলের ঘূর্ণিতে চট্টগ্রামে ধুঁকছে জিম্বাবুয়ে, স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ টাইগারদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 32

ছবি সংগৃহীত

 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের উইকেটে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। তানজিম হাসান সাকিব ২১ রানে ব্রায়ান বেনেটকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশকে। এরপর বেন কারানও থিতু হলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ রান করে তাকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। প্রথম সেশনে ২ উইকেট হারালেও দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় জিম্বাবুয়ে। উইলিয়ামস ও ওয়েলচের দৃঢ়তায় বড় স্কোরের আভাস দিচ্ছিল সফরকারীরা।

দলীয় ৭২ রানে ২ উইকেট হারানোর পর উইলিয়ামস ও ওয়েলচ মিলে গড়েন ১০৫ রানের জুটি। স্কোর ১৭৭-এ পৌঁছায়। তবে তৃতীয় সেশনে নাঈম হাসানের জোড়া আঘাতে বদলে যায় ম্যাচের চিত্র। দলীয় ১৭৭ রানে তিনি ফিরিয়ে দেন ক্রেইগ আরভিনকে। পরের বলেই থামিয়ে দেন উইলিয়ামসকেও। দুই সেট ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি ফেরান টাইগার শিবিরে।

এরপর শুরু হয় তাইজুলের ঘূর্ণির জাদু। একে একে ফিরিয়ে দেন মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও নিক ওয়েলচকে। ৩৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাধেভেরে ১৫, মাসাকাদজা ৬, এনগারাভা শূন্য আর ওয়েলচ করেন ৮ রান। গোল্ডেন ডাক মেরে ফেরেন এনগারাভা।

দিনের শেষ দিকে উইকেটরক্ষক সিগা ও ব্লেসিং মুজারাবানি মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দিন শেষে ৯ উইকেটে ২২৭ রান তুলে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নেন ৫ উইকেট, নাঈম হাসান ২টি ও তানজিম হাসান সাকিব ১টি উইকেট শিকার করেন।

প্রথম দিনের খেলা শেষে পাল্লা ভারি বাংলাদেশের দিকেই। দ্বিতীয় দিন শুরুতে জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নিতে পারলে, চট্টগ্রাম টেস্টে শক্ত অবস্থানে যেতে পারবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

তাইজুলের ঘূর্ণিতে চট্টগ্রামে ধুঁকছে জিম্বাবুয়ে, স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ টাইগারদের

আপডেট সময় ০৭:২১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের উইকেটে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। তানজিম হাসান সাকিব ২১ রানে ব্রায়ান বেনেটকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন বাংলাদেশকে। এরপর বেন কারানও থিতু হলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ২১ রান করে তাকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। প্রথম সেশনে ২ উইকেট হারালেও দ্বিতীয় সেশনটা নিজেদের করে নেয় জিম্বাবুয়ে। উইলিয়ামস ও ওয়েলচের দৃঢ়তায় বড় স্কোরের আভাস দিচ্ছিল সফরকারীরা।

দলীয় ৭২ রানে ২ উইকেট হারানোর পর উইলিয়ামস ও ওয়েলচ মিলে গড়েন ১০৫ রানের জুটি। স্কোর ১৭৭-এ পৌঁছায়। তবে তৃতীয় সেশনে নাঈম হাসানের জোড়া আঘাতে বদলে যায় ম্যাচের চিত্র। দলীয় ১৭৭ রানে তিনি ফিরিয়ে দেন ক্রেইগ আরভিনকে। পরের বলেই থামিয়ে দেন উইলিয়ামসকেও। দুই সেট ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি ফেরান টাইগার শিবিরে।

এরপর শুরু হয় তাইজুলের ঘূর্ণির জাদু। একে একে ফিরিয়ে দেন মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও নিক ওয়েলচকে। ৩৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। মাধেভেরে ১৫, মাসাকাদজা ৬, এনগারাভা শূন্য আর ওয়েলচ করেন ৮ রান। গোল্ডেন ডাক মেরে ফেরেন এনগারাভা।

দিনের শেষ দিকে উইকেটরক্ষক সিগা ও ব্লেসিং মুজারাবানি মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দিন শেষে ৯ উইকেটে ২২৭ রান তুলে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নেন ৫ উইকেট, নাঈম হাসান ২টি ও তানজিম হাসান সাকিব ১টি উইকেট শিকার করেন।

প্রথম দিনের খেলা শেষে পাল্লা ভারি বাংলাদেশের দিকেই। দ্বিতীয় দিন শুরুতে জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নিতে পারলে, চট্টগ্রাম টেস্টে শক্ত অবস্থানে যেতে পারবে টাইগাররা।