০২:২১ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা কুষ্টিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে অর্থ দেবে বিশ্বব্যাংক যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: আসিফ মাহমুদ বিষাক্ত মদ্যপানে মুন্সিগঞ্জে ৪ জনের মৃত্যু, হাসপাতালে আরও ৩ লেবাননে সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা অনুমোদন বৈশ্বিক ড্রোন বিক্রি বাড়াতে ১৯৮৭ সালের ব্যাখ্যা পরিবর্তন করছে যুক্তরাষ্ট্র নথি ফাঁস: ২০১৯ সালে মার্কিন বাহিনী উত্তর কোরিয়ার বেসামরিক নাগরিকদের হত্যা করে যুক্তরাজ্য–নরওয়ের মধ্যে ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সিরিয়া থেকে বেআইনিভাবে তেল উত্তোলন করছে SDF/YPG, AANES

যাত্রাবাড়ী সিএনজিচালক হত্যা: সাবেক প্রতিমন্ত্রী পলকের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 45

ছবি সংগৃহীত

 

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তে অগ্রগতি ও ঘটনার সঙ্গে পলকের সম্পৃক্ততা খতিয়ে দেখতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “পলক একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর সক্রিয় সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।”

অন্যদিকে, পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তির প্রেক্ষিতে তা নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন সিএনজিচালক ওবায়দুল ইসলাম। আহত অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার এক মাস পর, ৮ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মরিয়ম যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে উঠে আসে রাজনৈতিক আন্দোলনের ছায়ায় সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত।

এ ঘটনার পর থেকে সাবেক প্রতিমন্ত্রী পলকের নাম বিভিন্ন সময় অভিযুক্ত হিসেবে উঠে আসে। গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুরের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন মোড় নেবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

পুলিশ বলছে, পলককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

যাত্রাবাড়ী সিএনজিচালক হত্যা: সাবেক প্রতিমন্ত্রী পলকের আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৩:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

 

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তে অগ্রগতি ও ঘটনার সঙ্গে পলকের সম্পৃক্ততা খতিয়ে দেখতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, “পলক একটি ফ্যাসিস্ট গোষ্ঠীর সক্রিয় সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রকৃত সত্য উদঘাটনের স্বার্থে তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।”

অন্যদিকে, পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে আদালত রাষ্ট্রপক্ষের যুক্তির প্রেক্ষিতে তা নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন সিএনজিচালক ওবায়দুল ইসলাম। আহত অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার এক মাস পর, ৮ সেপ্টেম্বর নিহতের স্ত্রী মরিয়ম যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্তে উঠে আসে রাজনৈতিক আন্দোলনের ছায়ায় সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত।

এ ঘটনার পর থেকে সাবেক প্রতিমন্ত্রী পলকের নাম বিভিন্ন সময় অভিযুক্ত হিসেবে উঠে আসে। গ্রেপ্তার ও রিমান্ড মঞ্জুরের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন মোড় নেবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

পুলিশ বলছে, পলককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।