ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“আজ প্রকাশ হচ্ছে খসড়া ভোটার তালিকা: নির্বাচন কমিশনের ঘোষণা”

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • / 4

ছবি সংগৃহীত

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। এতে যদি কারো তথ্যে ভুল থাকে, তাহলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এবার প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার কথা রয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পর উপজেলা কর্মকর্তারা সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তির অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং সংশোধনের জন্য আবেদন করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।

এই আবেদনগুলোর নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

নিউজটি শেয়ার করুন

“আজ প্রকাশ হচ্ছে খসড়া ভোটার তালিকা: নির্বাচন কমিশনের ঘোষণা”

আপডেট সময় ১২:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে। এতে যদি কারো তথ্যে ভুল থাকে, তাহলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এবার প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার কথা রয়েছে।

খসড়া তালিকা প্রকাশের পর উপজেলা কর্মকর্তারা সেটি নির্দিষ্ট স্থানে সাঁটিয়ে দেবেন। যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তির অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া, ভোটার স্থানান্তর এবং সংশোধনের জন্য আবেদন করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।

এই আবেদনগুলোর নিষ্পত্তি হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।