ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শর্তসাপেক্ষে সাবেক আইজিপি মামুনের ক্ষমা বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করে হত্যা, স্বামী সুমন গ্রেপ্তার গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ১৭, আহত বহু টানা বর্ষণে বিপর্যস্ত ২১ জেলার কৃষি, তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন ও ফসলি জমি ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মাধ্যমে বাঁধ নির্মাণের চিন্তা সরকারের: ত্রাণ উপদেষ্টা তাপমাত্রা ও বজ্রসহ বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর মিটফোর্ডে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা উইম্বলডন থেকে বিদায় জোকোভিচের, ফাইনালে মুখোমুখি আলকারাজ-সিনার নির্বাচনের আগে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে: উপ-প্রেস সচিব ব্যবসায়ী হত্যার ভিডিও প্রকাশে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে: যুবদল সভাপতি

ঈদ যাত্রা: আজ বিক্রি শুরু ৫ জুনের ট্রেন টিকিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 54

ছবি সংগৃহীত

 

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ৭ জুন ধরে ট্রেনের বিশেষ প্রস্তুতি ও টিকিট বিক্রির এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৬ মে) শুরু হচ্ছে ঈদের ষষ্ঠ দিনের (৫ জুন) ট্রেনের টিকিট বিক্রি। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে এবারে পুরোপুরি অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থা চালু রাখা হয়েছে। শতভাগ আসনের টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন।

এবার শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন নির্ধারণ করা হয়েছে। এই সংখ্যা রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে বিশেষ ব্যবস্থায়। এরই ধারাবাহিকতায় ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের, ২৩ মে বিক্রি হয়েছে ২ জুনের, ২৪ মে বিক্রি হয়েছে ৩ জুনের, ২৫ মে বিক্রি হয়েছে ৪ জুনের টিকিট এবং আগামীকাল ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রিম কেনা এসব টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদে ভ্রমণ নির্বিঘ্ন ও সুষ্ঠু রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে যাত্রী সেবা নিশ্চিত করার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ট্রেনের সময়সূচি নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

অনলাইনে টিকিট সংগ্রহের জন্য বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ঈদ যাত্রা: আজ বিক্রি শুরু ৫ জুনের ট্রেন টিকিট

আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ৭ জুন ধরে ট্রেনের বিশেষ প্রস্তুতি ও টিকিট বিক্রির এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আজ সোমবার (২৬ মে) শুরু হচ্ছে ঈদের ষষ্ঠ দিনের (৫ জুন) ট্রেনের টিকিট বিক্রি। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে এবারে পুরোপুরি অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থা চালু রাখা হয়েছে। শতভাগ আসনের টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন।

এবার শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন নির্ধারণ করা হয়েছে। এই সংখ্যা রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে বিশেষ ব্যবস্থায়। এরই ধারাবাহিকতায় ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের, ২৩ মে বিক্রি হয়েছে ২ জুনের, ২৪ মে বিক্রি হয়েছে ৩ জুনের, ২৫ মে বিক্রি হয়েছে ৪ জুনের টিকিট এবং আগামীকাল ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রিম কেনা এসব টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদে ভ্রমণ নির্বিঘ্ন ও সুষ্ঠু রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে যাত্রী সেবা নিশ্চিত করার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ট্রেনের সময়সূচি নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

অনলাইনে টিকিট সংগ্রহের জন্য বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।