০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

ঈদ যাত্রা: আজ বিক্রি শুরু ৫ জুনের ট্রেন টিকিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 166

ছবি সংগৃহীত

 

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ৭ জুন ধরে ট্রেনের বিশেষ প্রস্তুতি ও টিকিট বিক্রির এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৬ মে) শুরু হচ্ছে ঈদের ষষ্ঠ দিনের (৫ জুন) ট্রেনের টিকিট বিক্রি। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে এবারে পুরোপুরি অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থা চালু রাখা হয়েছে। শতভাগ আসনের টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন।

এবার শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন নির্ধারণ করা হয়েছে। এই সংখ্যা রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে বিশেষ ব্যবস্থায়। এরই ধারাবাহিকতায় ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের, ২৩ মে বিক্রি হয়েছে ২ জুনের, ২৪ মে বিক্রি হয়েছে ৩ জুনের, ২৫ মে বিক্রি হয়েছে ৪ জুনের টিকিট এবং আগামীকাল ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রিম কেনা এসব টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদে ভ্রমণ নির্বিঘ্ন ও সুষ্ঠু রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে যাত্রী সেবা নিশ্চিত করার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ট্রেনের সময়সূচি নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

অনলাইনে টিকিট সংগ্রহের জন্য বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ঈদ যাত্রা: আজ বিক্রি শুরু ৫ জুনের ট্রেন টিকিট

আপডেট সময় ১০:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

 

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ৭ জুন ধরে ট্রেনের বিশেষ প্রস্তুতি ও টিকিট বিক্রির এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৬ মে) শুরু হচ্ছে ঈদের ষষ্ঠ দিনের (৫ জুন) ট্রেনের টিকিট বিক্রি। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে এবারে পুরোপুরি অনলাইনভিত্তিক টিকিট ব্যবস্থা চালু রাখা হয়েছে। শতভাগ আসনের টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে, যাতে যাত্রীরা ঘরে বসেই টিকিট সংগ্রহ করতে পারেন।

এবার শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন নির্ধারণ করা হয়েছে। এই সংখ্যা রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে জানা গেছে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৭ দিনের যাত্রার জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে বিশেষ ব্যবস্থায়। এরই ধারাবাহিকতায় ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র টিকিট, ২২ মে বিক্রি হয়েছে ১ জুনের, ২৩ মে বিক্রি হয়েছে ২ জুনের, ২৪ মে বিক্রি হয়েছে ৩ জুনের, ২৫ মে বিক্রি হয়েছে ৪ জুনের টিকিট এবং আগামীকাল ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, অগ্রিম কেনা এসব টিকিট ফেরতযোগ্য নয়। একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঈদে ভ্রমণ নির্বিঘ্ন ও সুষ্ঠু রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে যাত্রী সেবা নিশ্চিত করার বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ট্রেনের সময়সূচি নিশ্চিতকরণ ও টিকিট কালোবাজারি রোধে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ।

অনলাইনে টিকিট সংগ্রহের জন্য বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।