জীবননগর সীমান্তে নারী-শিশুসহ ১৪ অনুপ্রবেশকারী আটক

- আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- / 40
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ মে) ভোরে সীমান্ত ইউনিয়নের সামনে থেকে তাদের আটক করা হয়। দুপুরে আটককৃতদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির হাবিলদার মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় পাকা রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন দুই শিশু, তিন নারী ও নয়জন পুরুষ।
আটককৃতরা হলেন বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের মো. হাসান কাজী (৩৮), তার স্ত্রী সেলিনা বেগম (৩৬), সন্তান মো. সালমান কাজী (১৪) ও মো. শাকিব কাজী (১২); যশোর জেলার বসতপুর গ্রামের মো. ইউনুস আলী (৩৬); বহিলাপোতা গ্রামের মো. হোসেন আলী (৪৯); শাঁখারি পোতা গ্রামের মো. আজিজুর রহমান (২৬); বহিলাপোতা গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩৮); কলসি গ্রামের আদরী (২৭); ঘীবা গ্রামের মো. সোহেল হোসেন (১৮); চাচরা গ্রামের মো. জাহিদুর রহমান (৫০); খুলনা জেলার নাজমা খাতুন (৩৬); নোয়াখালী জেলার মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ির মো. ইউসুফ নবী (২৬)।
বিজিবি সূত্রে জানা গেছে, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা ছয় মাস আগে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতে প্রবেশ করেছিলেন। কাজ না পেয়ে তারা সম্প্রতি বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “বিজিবি সদস্যরা দুপুরে ১৪ জন অনুপ্রবেশকারীকে থানায় হস্তান্তর করেছে। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।”
বিজিবির কঠোর নজরদারির ফলে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।