ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শহীদ মিনারে এনসিপির ২৪ দফা ইশতেহার ঘোষণা মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ‘৩৬ জুলাই’ “শেখ হাসিনা: সব অপরাধের নিউক্লিয়াস, বললেন চিফ প্রসিকিউটর” ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত “১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক” কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে, আটক ৫ সাইবার সিকিউরিটিখাতে এ বছরের সবচেয়ে বড় ডিল – ইসরায়েলি কোম্পানি বিক্রি হচ্ছে ২৫ বিলিয়ন ডলারে “ইরান চায় চীন-পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান” “রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন: নিরাপত্তা জোরদার” “হ্যামস্ট্রিং চোটে ভুগছেন মেসি: মাঠ ছাড়লেন ১১ মিনিটে”

রামুতে বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 41

ছবি সংগৃহীত

 

 

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ তিনজন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন যাত্রী।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি মালবাহী ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে পড়ে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি নাছির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার কার্যক্রম শুরু করেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।

এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

রামুতে বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন নিহত

আপডেট সময় ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

 

 

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ তিনজন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন যাত্রী।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি মালবাহী ক্যাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে পড়ে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওসি নাছির উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার কার্যক্রম শুরু করেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে।

এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।