০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

পঞ্চগড়ে ভুট্টাক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 112

ছবি সংগৃহীত

 

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার (৪ জুন) সকালে ফকিরেরহাটের একটি ভুট্টাক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল (১৮), লিয়াকত আলীর ছেলে শাহিন (৪০) এবং শফিউল ইসলামের ছেলে রব্বানি (৩০)। আহত ব্যক্তির নাম জয় (২২), তিনি বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক ব্যক্তির ভুট্টাক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন চারজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত তারা আগেই ছিঁড়ে মাটিতে পড়ে থাকা একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে পা দেন। সঙ্গে সঙ্গে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান জামিদুল। পরে স্থানীয়রা দ্রুত বাকিদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিন ও রব্বানিকে মৃত ঘোষণা করেন এবং জয়কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেম বলেন, “সকাল ১০টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজন মৃত ছিলেন এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়ভাবে অনেকে অব্যবস্থাপনা ও বৈদ্যুতিক তার অপসারণে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান সময় সংবাদকে জানান, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

দুর্ঘটনাস্থলে এখনো আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে ভুট্টাক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০১:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার (৪ জুন) সকালে ফকিরেরহাটের একটি ভুট্টাক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধাক্কামারা ইউনিয়নের বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল (১৮), লিয়াকত আলীর ছেলে শাহিন (৪০) এবং শফিউল ইসলামের ছেলে রব্বানি (৩০)। আহত ব্যক্তির নাম জয় (২২), তিনি বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক ব্যক্তির ভুট্টাক্ষেতে ভুট্টা তোলার কাজ করছিলেন চারজন শ্রমিক। এ সময় অসাবধানতাবশত তারা আগেই ছিঁড়ে মাটিতে পড়ে থাকা একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে পা দেন। সঙ্গে সঙ্গে চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান জামিদুল। পরে স্থানীয়রা দ্রুত বাকিদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিন ও রব্বানিকে মৃত ঘোষণা করেন এবং জয়কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল কাশেম বলেন, “সকাল ১০টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজন মৃত ছিলেন এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়ভাবে অনেকে অব্যবস্থাপনা ও বৈদ্যুতিক তার অপসারণে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান সময় সংবাদকে জানান, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

দুর্ঘটনাস্থলে এখনো আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।