খবরের কথা (Khoborer Kotha) একটি নিরপেক্ষ, তথ্যনির্ভর ও পাঠককেন্দ্রিক অনলাইন নিউজ পোর্টাল। আমাদের লক্ষ্য হলো—বিশ্বস্ত তথ্য ও গভীর বিশ্লেষণের মাধ্যমে পাঠকদের কাছে দ্রুত, নির্ভুল ও নৈতিক সাংবাদিকতার মান বজায় রেখে সংবাদ পৌঁছে দেওয়া।
আমরা বিশ্বাস করি সংবাদ কেবল তথ্য নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। তাই খবরের কথা প্রতিটি প্রতিবেদন প্রকাশের আগে যথাযথ যাচাই, তথ্যসূত্র নিশ্চিতকরণ ও সাংবাদিকতার পেশাগত নীতিমালা অনুসরণ করে। আমাদের প্রতিবেদনের মূল শক্তি হলো নিরপেক্ষতা, সত্য অনুসন্ধান এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা।
খবরের কথা রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, প্রযুক্তি ও আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক খবর পরিবেশন করে। পাশাপাশি, বিশেষ প্রতিবেদন ও মানবিক গল্পের মাধ্যমে আমরা পাঠকের সঙ্গে এক বিশ্বস্ত সম্পর্ক গড়ে তুলি।
ডিজিটাল যুগের চাহিদা মাথায় রেখে আমাদের সংবাদ সম্পাদনা ও প্রকাশনা সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর এবং দ্রুতগতির। পাঠকদের আস্থা ও মতপ্রকাশের স্বাধীনতাকে আমরা সর্বদা মূল্য দিই।
সম্পাদকীয় নীতিমালা
খবরের কথা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত মানদণ্ড এবং দেশের প্রচলিত আইন মেনে সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য—সত্যের পক্ষে থেকে নির্ভুল তথ্য প্রচার এবং গুজব বা বিভ্রান্তি থেকে পাঠকদের দূরে রাখা।
সম্পাদকীয় টিম
সম্পাদক: মোহাম্মদ সজীব শেখ
নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান: রিয়াদ মোস্তফা
যোগাযোগের ঠিকানা
অফিস: ২৪/৩, চামেলিবাগ, শান্তিনগর, ঢাকা, বাংলাদেশ – ১২১৭
মোবাইল: ০১৭৭৫–০১৯৫৫৭
ইমেইল (সংবাদের জন্য): news@khoborerkotha.com
আমাদের প্রতিশ্রুতি
“আমরা চাই কথা খবরের কথা”
আমরা নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে এমন এক গণমাধ্যম হতে চাই, যার প্রতি পাঠকের আস্থা অটুট থাকে—প্রতিদিন, প্রতিমুহূর্তে।