ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের পর ভারতে বিপাকে পড়লেন নৃত্যশিল্পী নোয়েল নাটোরের বনপাড়ায় সেনা অভিযানে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার। যুবদল কর্মী হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বাতিল কানাডার ফিলিস্তিন সিদ্ধান্তের জবাবে ট্রাম্পের বাণিজ্যিক প্রতিশোধ ট্রাম্প বললেন ‘ভারত চাইলে অর্থনীতি ডুবাক’- তেল আমদানিতে ধাক্কা বাংলাদেশের শুল্ক আলোচনায় কূটনৈতিক সাফল্য দেখছেন ড্যানিলোভিচ সেনবাগ থানা পুলিশের অভিযানে নকল স্বর্ণ প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস ক্লাবের নেতৃত্বে সুমন ও ফুয়াদ রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় ৫ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা শুনবেন: আসিফ নজরুল

ইংল্যান্ড সিরিজের জন্য রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 56

ছবি সংগৃহীত

 

 

বর্তমানে ভারতের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ার পরও জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ কম থাকবে, কারণ তারা ইংল্যান্ড সফরে যাবে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ মৌসুমে ভারতের এই সফর হবে তাদের প্রথম সিরিজ। ইংল্যান্ডে প্রথম টেস্টে অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে যাবে। সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ভারত।

সাধারণত সফরকারী দলগুলি দেশে গিয়ে কাউন্টি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে, তবে ভারত এই ক্ষেত্রে ভিন্ন। জানা গেছে, ইংল্যান্ড সফরে তারা কাউন্টি দলের বিপক্ষে ম্যাচ খেলবে না। এর পরিবর্তে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবে।

এই সময়ে ইংল্যান্ডের কাউন্টি দলের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ খেলতে সেখানে যাবে ভারত ‘এ’। গৌতম গম্ভীরদের মূলত এই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, প্রস্তুতি ম্যাচটি কেন্ট কাউন্টির মাঠে অনুষ্ঠিত হবে।

ভারত ম্যাচটি সরাসরি সম্প্রচার করতে অনিচ্ছা প্রকাশ করেছে, অর্থাৎ এটি লোকচক্ষুর আড়ালে অনুষ্ঠিত হবে। আইপিএল শেষ করার পর ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তবে ম্যাচের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বিসিসিআই আইপিএলের মাঝামাঝি সময়ে এই ম্যাচের দিনক্ষণ নির্ধারণ করবে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন।

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ড সিরিজের জন্য রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

আপডেট সময় ১১:১৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

 

 

বর্তমানে ভারতের ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ার পরও জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ কম থাকবে, কারণ তারা ইংল্যান্ড সফরে যাবে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ মৌসুমে ভারতের এই সফর হবে তাদের প্রথম সিরিজ। ইংল্যান্ডে প্রথম টেস্টে অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে যাবে। সিরিজ শুরুর আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে ভারত।

সাধারণত সফরকারী দলগুলি দেশে গিয়ে কাউন্টি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে, তবে ভারত এই ক্ষেত্রে ভিন্ন। জানা গেছে, ইংল্যান্ড সফরে তারা কাউন্টি দলের বিপক্ষে ম্যাচ খেলবে না। এর পরিবর্তে, রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবে।

এই সময়ে ইংল্যান্ডের কাউন্টি দলের বিপক্ষে দুইটি চার দিনের ম্যাচ খেলতে সেখানে যাবে ভারত ‘এ’। গৌতম গম্ভীরদের মূলত এই সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, প্রস্তুতি ম্যাচটি কেন্ট কাউন্টির মাঠে অনুষ্ঠিত হবে।

ভারত ম্যাচটি সরাসরি সম্প্রচার করতে অনিচ্ছা প্রকাশ করেছে, অর্থাৎ এটি লোকচক্ষুর আড়ালে অনুষ্ঠিত হবে। আইপিএল শেষ করার পর ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তবে ম্যাচের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। বিসিসিআই আইপিএলের মাঝামাঝি সময়ে এই ম্যাচের দিনক্ষণ নির্ধারণ করবে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন।