১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায়ে পুনরুদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 95

ছবি: সংগৃহীত

 

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে দলটি আনুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক স্বীকৃতি ফিরে পেল। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

জাগপার পক্ষে আদালতে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া প্রধান। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান। রায়ের পর তাসমিয়া প্রধান বলেন, এই আদেশের ফলে জাগপা আবারও নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালাতে পারবে।

বিজ্ঞাপন

২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) জাগপাকে নিবন্ধন দিলেও ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হলে, প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে আদালত সেই রুল যথাযথ ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন হারানোর ফলে জাগপা দীর্ঘদিন ধরে নির্বাচন ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছিল না। দলটির নেতাকর্মীরা এই রায়ের মাধ্যমে নতুন করে রাজনৈতিক মঞ্চে ফিরে আসার আশা করছেন। তাসমিয়া প্রধান জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ রায়, যা রাজনৈতিক দলগুলোর অধিকার রক্ষায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেছিলেন। হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশন এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে দলীয় নেতারা বলছেন, এই রায় জাগপার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

জাগপার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায়ে পুনরুদ্ধার

আপডেট সময় ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে দলটি আনুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক স্বীকৃতি ফিরে পেল। বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

জাগপার পক্ষে আদালতে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া প্রধান। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান। রায়ের পর তাসমিয়া প্রধান বলেন, এই আদেশের ফলে জাগপা আবারও নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম চালাতে পারবে।

বিজ্ঞাপন

২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) জাগপাকে নিবন্ধন দিলেও ২০২১ সালের ১ ফেব্রুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হলে, প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। চূড়ান্ত শুনানি শেষে আদালত সেই রুল যথাযথ ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন হারানোর ফলে জাগপা দীর্ঘদিন ধরে নির্বাচন ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছিল না। দলটির নেতাকর্মীরা এই রায়ের মাধ্যমে নতুন করে রাজনৈতিক মঞ্চে ফিরে আসার আশা করছেন। তাসমিয়া প্রধান জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ রায়, যা রাজনৈতিক দলগুলোর অধিকার রক্ষায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেছিলেন। হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশন এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে দলীয় নেতারা বলছেন, এই রায় জাগপার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।