১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

তেঁতুলিয়া নদীতে ডাকাতি, কোস্ট গার্ডের অভিযানে ‘শাহিন বাহিনীর’ পাঁচ জলদস্যু আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 138

ছবি সংগৃহীত

 

ভোলার তেঁতুলিয়া নদীতে ডাকাতির সময় কুখ্যাত জলদস্যু ‘শাহিন বাহিনীর’ পাঁচ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে চারটি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও তিনটি ট্রলার জব্দ করা হয়েছে। আটক জলদস্যুরা হলেন মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তারা সবাই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (১৯ মার্চ) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলটি জেলেদের ট্রলারে হামলা চালাচ্ছিল। কোস্ট গার্ড দ্রুত অভিযান পরিচালনা করে পাঁচজনকে অস্ত্রসহ আটক করে।

বিজ্ঞাপন

জব্দকৃত অস্ত্র, মাদক ও ট্রলারসহ জলদস্যুদের ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযানের সময় ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত টহল দিচ্ছে। এর ফলে নদীপথে ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, তেঁতুলিয়া নদী ও আশপাশের জলসীমায় দীর্ঘদিন ধরে জলদস্যুদের তাণ্ডব চলছিল। বিশেষ করে মাছ ধরার মৌসুমে জেলেদের ট্রলার আক্রমণ করে সর্বস্ব লুটে নেওয়া ছিল তাদের নিয়মিত কাজ। তবে সাম্প্রতিক সময়ে কোস্ট গার্ডের টানা অভিযানের ফলে এসব অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

তেঁতুলিয়া নদীতে ডাকাতি, কোস্ট গার্ডের অভিযানে ‘শাহিন বাহিনীর’ পাঁচ জলদস্যু আটক

আপডেট সময় ০৩:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

ভোলার তেঁতুলিয়া নদীতে ডাকাতির সময় কুখ্যাত জলদস্যু ‘শাহিন বাহিনীর’ পাঁচ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। অভিযানে চারটি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা ও তিনটি ট্রলার জব্দ করা হয়েছে। আটক জলদস্যুরা হলেন মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মো. জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)। তারা সবাই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।

বুধবার (১৯ মার্চ) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ মার্চ) মধ্যরাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলটি জেলেদের ট্রলারে হামলা চালাচ্ছিল। কোস্ট গার্ড দ্রুত অভিযান পরিচালনা করে পাঁচজনকে অস্ত্রসহ আটক করে।

বিজ্ঞাপন

জব্দকৃত অস্ত্র, মাদক ও ট্রলারসহ জলদস্যুদের ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযানের সময় ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে জানা গেছে।

লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয়মিত টহল দিচ্ছে। এর ফলে নদীপথে ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, তেঁতুলিয়া নদী ও আশপাশের জলসীমায় দীর্ঘদিন ধরে জলদস্যুদের তাণ্ডব চলছিল। বিশেষ করে মাছ ধরার মৌসুমে জেলেদের ট্রলার আক্রমণ করে সর্বস্ব লুটে নেওয়া ছিল তাদের নিয়মিত কাজ। তবে সাম্প্রতিক সময়ে কোস্ট গার্ডের টানা অভিযানের ফলে এসব অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।